আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে ঐকমত্যের প্রাথমিক তালিকা: ড. আলী রীয়াজ

ড. আলী রীয়াজ : ছবি-সংগৃহীত
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, যেসব বিষয়ে প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলোর তালিকা আজ বুধবারই সংশ্লিষ্ট সব দলের কাছে পাঠানো হবে।
আজ দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি বলেন,
“মৌলিক অধিকার সংরক্ষণ ও সম্প্রসারণে সব দল একমত হয়েছে। ঐকমত্যের বিষয়গুলো আগামীকালকের (৩১ জুলাই) মধ্যে জানিয়ে দেওয়া হবে।”
আলোচনার বিষয়বস্তু:
আজকের বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক বিষয়ের ওপর আলোচনা হচ্ছে, তার মধ্যে রয়েছে:
সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো
রাষ্ট্রপতির দায়িত্ব ও ক্ষমতা পুনর্বিন্যাস
রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি
উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচন
সরকারি কর্ম কমিশনের কার্যকরী কাঠামো
দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) নিয়োগ
ন্যায়পাল (Ombudsman) নিয়োগ সংক্রান্ত বিধান
উল্লেখ্য, এই কমিশন একটি সর্বদলীয় ও অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামো গঠনের লক্ষ্যেই কাজ করছে। বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের রূপরেখা তৈরির উদ্দেশ্যেই এগোচ্ছে এই উদ্যোগ।