| ৩১ জুলাই ২০২৫
শিরোনাম:

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃ’ত্যু নতুন আক্রান্ত ৩৮৬ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃ’ত্যু নতুন আক্রান্ত ৩৮৬ জন

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন পুরুষ মারা গেছেন। একই সময়ে ৩৮৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে একজনের বয়স ৩৫ ও অন্যজনের ২৫ বছর।

জেলা ও বিভাগ অনুযায়ী নতুন ভর্তি:

বরিশাল (সিটি বাদে): ১০৬ জন

ঢাকা মহানগর: ৭৮ জন

চট্টগ্রাম: ৬৪ জন

ঢাকা বিভাগ (ঢাকা মহানগর বাদে): ৬২ জন

রাজশাহী: ৪৫ জন

খুলনা: ২৩ জন

ময়মনসিংহ: ৫ জন

রংপুর: ৩ জন

চলতি বছরে এখন পর্যন্ত দেশে ২০,৭০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মাত্র জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১০ হাজারেরও বেশি রোগী।

এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮১ জন মারা গেছেন, যাদের মধ্যে ৪৬ জন পুরুষ এবং ৩৫ জন নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন— এ সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে, জমে থাকা পানি অপসারণ করতে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে।

শাহবাগে নতুন মব তৈরির আশঙ্কা: রাশেদ খাঁনের হুঁশিয়ারি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃ’ত্যু নতুন আক্রান্ত ৩৮৬ জন

রাশেদ খাঁন : ছবি-সংগৃহীত

রাজধানীর শাহবাগে আবারও নতুন একটি ‘মব’ তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, ‘যতটুকু তথ্য পেয়েছি, শাহবাগ কেন্দ্রিক আরেকটি মব গঠনের চেষ্টা চলছে।’

রাশেদ খাঁন লিখেছেন, “জুলাই যোদ্ধা” নামের একটি পরিচয়ে শাহবাগে জড়ো হওয়ার ডাক দেওয়া হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা যখন চলমান, তখন হঠাৎ করে শাহবাগ অবরোধ কেন?’ তিনি মনে করেন, এ ধরনের কর্মসূচি রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে একটি নতুন ১/১১ পরিস্থিতি তৈরির অপচেষ্টা।

রাশেদ আরো বলেন, ‘জুলাই যোদ্ধা কি কেবল এই ২০০ বা ১০০ জন? সারাদেশে রয়েছে কোটি কোটি মানুষ যারা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। তাই মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে বিভ্রান্তিকর রাজনীতি বন্ধ করতে হবে।’

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, ‘অরাজক পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে তার খেসারত সবচেয়ে বেশি দিতে হবে আন্দোলনকারীদেরই। এ সুযোগে আওয়ামী লীগই রাজনৈতিক সুবিধা নেবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে এবং ভারতীয় ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে।’

অন্যদিকে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই অভ্যুত্থনে আহত ছাত্র-জনতা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি এবং “জুলাই সনদ চাই” স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর। অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট।

নতুন আঙ্গিকে ফিরছে স্টার নাইট প্রথমপর্বে অতিথি আজমেরী হক বাঁধন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃ’ত্যু নতুন আক্রান্ত ৩৮৬ জন

আজমেরী হক বাঁধন : ছবি-সংগৃহীত

দীর্ঘ সাত বছর ঈদের বিশেষ আয়োজনে দর্শকপ্রিয়তা পাওয়া মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘স্টার নাইট’ এবার নিয়মিতভাবে প্রচারিত হতে যাচ্ছে। ১ আগস্ট থেকে শুরু হচ্ছে এই নতুন ধারাবাহিক আয়োজন, যা দেখা যাবে প্রতি শুক্রবার রাত ৯টায়।

এই অনুষ্ঠানটি তারকাদের জীবনের অজানা গল্প, আবেগঘন মুহূর্ত ও ক্যারিয়ারভিত্তিক অভিজ্ঞতার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। নতুন মৌসুমের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই পর্বে বাঁধন তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অজানা ও অপ্রকাশিত গল্প তুলে ধরবেন।

এছাড়াও তার সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যরা তার সম্পর্কে নানা অভিজ্ঞতা ও স্মৃতি শেয়ার করবেন।
অনুষ্ঠানে বাঁধনের প্রিয় গান, নাটক ও চলচ্চিত্রের বিশেষ ক্লিপিংসও দেখানো হবে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে থাকবে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মৌসুমী মৌ এবং প্রযোজনায় আছেন অজয় পোদ্দার।

বিএনপি নির্বাচন চায় ফেব্রুয়ারির মধ্যেই: ফখরুল

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃ’ত্যু নতুন আক্রান্ত ৩৮৬ জন

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত

বিএনপি কোনোভাবেই ক্ষমতার জন্য অস্থির নয় বরং জনগণের মালিকানা জনগণের হাতেই ফিরিয়ে দিতে চায়—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে “জুলাই-আগস্ট অভ্যুত্থান” উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের অনেক সংকট কেটে যাবে। আমরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে।”

রাজনৈতিক সংস্কার বিষয়ে তিনি বলেন, “১২টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। যেসব বিষয়ে একমত হওয়া যাবে না, সেগুলো বাদ দিয়ে মূল সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত।”

গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক উল্লেখ করে ফখরুল বলেন, “কাঁদা ছোড়াছুড়ি থাকতেই পারে, কিন্তু তার একটা সীমা থাকা জরুরি। না হলে ভবিষ্যতে সমাজে বিভেদ ও তিক্ততা বাড়বে।”

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

×