| ৩১ জুলাই ২০২৫
শিরোনাম:

আবু সাঈদ হ’ত্যা মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি ৬ আগস্ট

আবু সাঈদ হ’ত্যা মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি ৬ আগস্ট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

এর আগে মঙ্গলবার মামলার গ্রেফতারকৃত ৬ আসামির পক্ষে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। বুধবার মামলার শুনানিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

🔍 অভিযোগের পটভূমি: গত ৩০ জুন, আবু সাঈদ হত্যা মামলায় প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে। ওই দিন ট্রাইব্যুনাল-২ মোট ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়।

 ঘটনাপ্রবাহ: ১৬ জুলাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। এই ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থী ও মানবাধিকার সংগঠনগুলোর মাঝে ক্ষোভ দেখা দেয়।

গাজায় ত্রাণ সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হা’ম’লা নি’হ’ত ৭১

আবু সাঈদ হ’ত্যা মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি ৬ আগস্ট

গাজায় আবারও ত্রাণ সংগ্রহ করতে আসা নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্মম হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৩০ জুলাই) এক দিনে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শত শত মানুষ।

উত্তর গাজার জিকিম ক্রসিং পয়েন্টে ত্রাণ বিতরণের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ সেখানে ভিড় করেন। এসময় ইসরায়েলি সেনারা ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়, যাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫১ জন, এবং আহত হন প্রায় ৬৫০ জনের বেশি।

দক্ষিণ গাজার খান ইউনিসেও প্রাণঘাতী হামলা একই ধরনের বর্বরতা চালানো হয় খান ইউনিসের নিকটবর্তী মোরাগ করিডোরে, যেখানে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আরও ২০ জন নিহত হন। ত্রাণ সহায়তার জন্য মরিয়া ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিকভাবে চালানো এসব হামলা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

 GHAF চালুর পর থেকেই বেড়েছে হামলার মাত্রা গত মে মাসে ইসরায়েলের নিয়ন্ত্রণে পরিচালিত GHAF (Gaza Humanitarian Aid Framework) নামের ত্রাণ বিতরণ কার্যক্রম চালু হওয়ার পর থেকে প্রায় নিয়মিতই ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলা চালানো হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, শুধু এই কর্মসূচি শুরুর পর থেকে প্রায় ১,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

অনাহারে মৃত্যুও বাড়ছে ত্রাণ সহায়তার অপ্রতুলতা এবং চলমান অবরোধের কারণে বুধবার গাজায় অনাহার ও অপুষ্টিতে ভুগে আরও ৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, অবরুদ্ধ গাজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য, পানি ও ওষুধের তীব্র সংকট চলছে এবং ইসরায়েলি হামলার কারণে ত্রাণ পৌঁছানোও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নারী আসন বাড়ানোসহ ১৪ বিষয়ে ঐকমত্য: জানালেন আলী রীয়াজ

আবু সাঈদ হ’ত্যা মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি ৬ আগস্ট

ড. আলী রীয়াজ : ছবি-সংগৃহীত

সংসদে নারী আসন বৃদ্ধি ও অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে ১৪টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। বুধবার (৩১ জুলাই) কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাবে প্রায় সব দল একমত হয়েছে। যদিও দু-একটি দল ‘নোট অভ ডিসেন্ট’ দিয়েছে, তারপরও নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির ব্যাপারে একটি যৌথ সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে।”

 নারী আসনের মেয়াদ ও প্রতিনিধিত্বে পরিবর্তন আলী রীয়াজ আরও বলেন, সংবিধান সংশোধন করে বর্তমান সংরক্ষিত নারী আসন বহাল রাখা হবে। এছাড়া, জাতীয় সংসদে ন্যূনতম ৩৩% নারী প্রতিনিধিত্ব না হওয়া পর্যন্ত ৫% নারী সদস্য মনোনয়নের বিধান অব্যাহত থাকবে। সংরক্ষিত নারী আসনের মেয়াদ ২০৪৩ সাল পর্যন্ত বাড়ানোর বিষয়েও ঐকমত্য হয়েছে।

প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তিনি জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি যেন প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও উত্থাপিত হয়েছে।

 আলোচনার সময়সীমা ও পরবর্তী কার্যক্রম আলী রীয়াজ জানান, “আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আশা করছি, ৩১ জুলাইয়ের মধ্যে সব আলোচনার প্রাথমিক পর্ব শেষ করা সম্ভব হবে।” ইতোমধ্যে ঐকমত্য হওয়া বিষয়গুলো সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

গভীর সমুদ্র মাছ আহরণ ও প্রাণিসম্পদ খাত আধুনিকায়নে জোর তাগিদ প্রধান উপদেষ্টার

আবু সাঈদ হ’ত্যা মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠনের শুনানি ৬ আগস্ট

ড. মুহাম্মদ ইউনূস : ছবি-সংগৃহীত

গভীর সমুদ্রের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে এবং প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি ব্যতিক্রমী মন্ত্রণালয়, যার আওতায় সমুদ্র, খামার, গবেষণা—সবকিছুই রয়েছে। কিন্তু আমরা এখনো আমাদের সমুদ্র সম্পদের যথাযথ ব্যবহার করতে পারিনি। গভীর সমুদ্র মাছ আহরণ খাতটি বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে দিতে পারে।”

ড. ইউনূস বঙ্গোপসাগরে সঠিক জরিপ চালানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের জানতে হবে, কী ধরনের মাছ আছে, কী হারাচ্ছি এবং কেন পিছিয়ে পড়ছি। প্রয়োজনে জাপান ও থাইল্যান্ডের মতো দেশগুলোর অভিজ্ঞতা গ্রহণ করা যেতে পারে।”

তিনি জানান, জাপান ইতোমধ্যে এই খাতে বাংলাদেশকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। তবে সঠিক তথ্য ও গবেষণার ভিত্তিতেই যেকোনো যৌথ উদ্যোগে এগোতে হবে।

গভীর সমুদ্র আহরণকে ইন্ডাস্ট্রিতে রূপান্তরের তাগিদ প্রধান উপদেষ্টা বলেন, “এটি শুধু বেশি মাছ ধরার বিষয় নয়, বরং একটি শিল্প গড়ে তোলার বিষয়। বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটকে আরও সক্রিয় করে তুলতে হবে এবং আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জ্ঞান ও প্রযুক্তি গ্রহণ করতে হবে।”

এছাড়া বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে ‘ডীপ সি ফিশিং’ অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়ে তিনি বলেন, “এভাবেই আমরা ভবিষ্যতের জন্য দক্ষ জনবল তৈরি করতে পারব।”

প্রাণিসম্পদ খাতে সমস্যা ও সম্ভাবনা প্রাণিসম্পদ খাতের প্রসঙ্গে ইউনূস বলেন, “খাদ্যের সংকট, রোগ এবং ভ্যাকসিনের উচ্চমূল্য এখনো গবাদিপশু খামারিদের জন্য বড় সমস্যা। স্থানীয়ভাবে পশুখাদ্য ও ভ্যাকসিন উৎপাদনের উপায় খুঁজে বের করাই হবে টেকসই সমাধান।”

বিশ্বের হালাল মাংস বাজারে বাংলাদেশের বড় সম্ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, “মালয়েশিয়া হালাল মাংস শিল্পে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত।”

কোরবানির পশুর চামড়া ও চিড়িয়াখানা সংস্কার প্রসঙ্গ কোরবানির ঈদকে ঘিরে কাঁচা চামড়ার বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, “আগামী বছর যেন একই পরিস্থিতি না হয়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। ন্যায্য ও স্বচ্ছ বাজার নিশ্চিত করতে হবে।”

জাতীয় চিড়িয়াখানার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, “পশুদের কষ্ট ও খাবার চুরির অভিযোগ অত্যন্ত অমানবিক। পুরো চিড়িয়াখানার সংস্কার ও পশু হাসপাতালগুলোর আধুনিকায়ন জরুরি।”

উপস্থিত কর্মকর্তারা বৈঠকে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমাদ তাইয়্যেব এবং সংশ্লিষ্ট সচিববৃন্দ।

×