এনসিপির অনুরোধে শহীদ মিনার থেকে শাহবাগে ছাত্রদলের সমাবেশ স্থান পরিবর্তন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে শহীদ মিনারে পূর্বনির্ধারিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে আয়োজনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। এ বিষয়ে বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন,
“৩ আগস্টে শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা জুন মাসেই দেওয়া হয়েছিল। কিন্তু একই স্থানে এনসিপিও সমাবেশের ঘোষণা দেয়। আমরা সংঘর্ষের ফাঁদে পা দিতে চাই না, তাই শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছি।”
ছাত্রদল মনে করে, একই স্থানে একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকলে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা থাকে। তাই শান্তিপূর্ণ ও সচেতন সিদ্ধান্ত হিসেবে তারা এই পরিবর্তন করেছে।
এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন,
“ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং হল সংসদ নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীরা ৪০টি সুপারিশ দিয়েছে। এর মধ্যে মাত্র ৩-৪টি বাস্তবায়িত হয়েছে। তবে, নির্বাচন তফসিল ঘোষণাকে আমরা ইতিবাচকভাবে দেখছি।”