প্রবাসী ভোটাধিকার নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসছে এনসিপি প্রতিনিধিদল

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে আজ (৩০ জুলাই) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির যুগ্ম সদস্যসচিব মুসফিক উস সালেহীন দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৪টায় বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
কারা থাকবেন বৈঠকে?
এ বৈঠকে উপস্থিত থাকবেন—
এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ
যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন
এনসিপি সূত্রে জানা গেছে, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে প্রস্তাবনা, চ্যালেঞ্জ ও সমাধানের রূপরেখা তুলে ধরা হবে বৈঠকে।
প্রবাসী ভোট: কেন গুরুত্বপূর্ণ?
বর্তমানে প্রবাসে অবস্থানরত প্রায় এক কোটির বেশি বাংলাদেশি ভোটাধিকার থেকে বঞ্চিত। এনসিপি দীর্ঘদিন ধরে ‘ভোটাধিকার সবার’ এই নীতির পক্ষে কথা বলছে এবং প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আসছে।