গুলশানে চাঁদাবাজি গ্রে’প্তা’র রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসা থেকে চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাসা থেকে পাওয়া গেছে কোটি টাকার চেক। গ্রেপ্তার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ এর বাসা থেকে উদ্ধার করা হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকার চেক—বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, “৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বিপুল পরিমাণ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কলাবাগান থানায় নতুন একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
🚨 কী ঘটেছিল গুলশানে?
গত ২৬ জুলাই সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি অভিজাত বাসায় চাঁদা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন পাঁচজন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মো. সাকাদাউন সিয়াম
সাদমান সাদাব (নাটোরের লালপুরের বাসিন্দা)
মো. আমিনুল ইসলাম
ইব্রাহীম হোসেন
আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ (চাঁদাবাজি চক্রের সমন্বয়ক হিসেবে পরিচয়দানকারী)
এদের মধ্যে রিয়াদ পরিচয় দিচ্ছিলেন সমন্বয়ক হিসেবে, যিনি চাঁদাবাজির পুরো পরিকল্পনার মূল হোতা বলেই সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানায়, চক্রটি প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে অর্থ দাবি করে আসছিল দীর্ঘদিন ধরেই।