জুলাই অভ্যুত্থান ব্যর্থ নয় চেতনা অমর সাংবাদিক মাসুদ কামালের বিশ্লেষণ

মাসুদ কামাল : ছবি-সংগৃহীত
জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ বলা যায় না—এটা একটি স্বতঃস্ফূর্ত জনতার আন্দোলন, যার চেতনা কখনো ব্যর্থ হতে পারে না। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে এই মন্তব্য করেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, আমি সেটা মনে করি না। যদি এনসিপি ব্যর্থ হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো কমিটিও ব্যর্থ হয়—তবুও জুলাই আন্দোলনের চেতনা ও উদ্দেশ্য ব্যর্থ হয় না। এগুলো অমর, এগুলো ইতিহাস।”
📌 আন্দোলনের তুলনা মুক্তিযুদ্ধের সাথে
মাসুদ কামাল বলেন, “যেভাবে মুক্তিযুদ্ধের সময় কেউ কেউ দাবি করেছিল, তারাই একমাত্র মুক্তিযোদ্ধা—ঠিক একইরকম দাবি এখন জুলাই আন্দোলন নিয়েও করা হচ্ছে।
কিন্তু কিছু মানুষের আচরণ বা সীমাবদ্ধতা দিয়ে পুরো আন্দোলনকে ব্যর্থ বলা যায় না। তাদের লোভ-লালসা বা সংকীর্ণতা দিয়ে ইতিহাসের গণআন্দোলনকে বিচার করা অনুচিত।”
🎙️ আন্দোলনের দাবিদারদের সমালোচনা
তিনি বলেন, “কিছু স্টুডেন্ট নিজেদের জুলাই অভ্যুত্থানের ‘বিজয়ী বীর’ হিসেবে দাবি করেছিল। কিন্তু এটা তাদের একতরফা দাবি, আমরা সেটি মেনে নিইনি। এই আন্দোলন ছিল সারা দেশের মানুষের অভ্যুত্থান, সাধারণ মানুষের প্রতিবাদ, বিজয়ের সংগ্রাম।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষ কখনও ক্ষমতার অংশীদার হতে চায় না। তারা ঘরে ফিরে যায়। অথচ কিছু ‘নেতা’ ক্ষমতা দখলের খেলায় মেতে উঠে আন্দোলনকে দিকভ্রষ্ট করেছে। এর পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন ড. ইউনূস। তিনিই ছাত্রদের ‘নিয়োগকর্তা’ ঘোষণা দিয়ে আন্দোলনের স্বতঃস্ফূর্ততাকে দুর্বল করেছেন।”
💬 “আন্দোলনের মূল শক্তি সাধারণ মানুষ”
মাসুদ কামাল স্পষ্টভাবে বলেন, “আজ যারা আন্দোলনের নামে বিভিন্ন মন্ত্রণালয়ে বসে আছেন, তারা কেউই জুলাই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিলেন না। তারা পেছনের সারির লোক।
মূল চালিকাশক্তি ছিলেন এই দেশের সাধারণ মানুষ। এই আন্দোলন আমাদের জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”