| ৩১ জুলাই ২০২৫
শিরোনাম:

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউবসহ সব ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। ডিসেম্বর ২০২৪ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে বিবিসি।

প্রথমে ইউটিউব এই নিষেধাজ্ঞার বাইরে থাকলেও সরকার এখন সেটাকেও অন্তর্ভুক্ত করছে। ফলে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও স্ন্যাপচ্যাটের মতো ইউটিউবেও ১৬ বছরের নিচের ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খুলতে পারবে না, ভিডিও আপলোড বা কমেন্ট করতে পারবে না।

অস্ট্রেলিয়ার ই-সেইফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, ১০-১৫ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকর কনটেন্ট ইউটিউবেই দেখা যায়। তাই সেটিকে নিষেধাজ্ঞার আওতায় আনা জরুরি।

প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন, “সোশ্যাল মিডিয়া আমাদের শিশুদের ক্ষতি করছে। এই নিষেধাজ্ঞা বড় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।”

তবে ইউটিউবের মালিক গুগল এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে, ইউটিউব সোশ্যাল মিডিয়া নয় বরং শিক্ষামূলক প্ল্যাটফর্ম।

অস্ট্রেলিয়ার ফেডারেল কমিউনিকেশনস মন্ত্রী আনিকা ওয়েলস বলেন, “এই লড়াই শিশুদের নিরাপত্তার জন্য। শিকারি অ্যালগরিদম যেন শিশুদের ক্ষতি না করতে পারে, সেটিই লক্ষ্য।”

কোন অ্যাপ নিষেধাজ্ঞার বাইরে:
অনলাইন গেমিং, মেসেজিং, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিষয়ক অ্যাপগুলো নিষেধাজ্ঞার বাইরে থাকবে। কারণ এগুলোর দ্বারা শিশুদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে না বলে মনে করছে সরকার।

জরিমানার বিধান:
যেসব প্রযুক্তি কোম্পানি বয়সসীমা লঙ্ঘন করবে, তাদের ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এই নীতিমালাকে বিশ্বের বিভিন্ন দেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে নরওয়ে অনুরূপ নিষেধাজ্ঞা দিয়েছে এবং যুক্তরাজ্যও বিবেচনায় রেখেছে।

সালমান এফ রহমানকে ১০০ কোটি ও তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

পুঁজিবাজারে অনিয়ম এবং বিনিয়োগকারীদের স্বার্থহানির অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে ও সাবেক ভাইস-চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমান, এবং আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের এক সাবেক কর্মকর্তাকে আজীবনের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ৯৬৫তম সভায়, সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

🔍 জরিমানা ও নিষেধাজ্ঞা:
সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা

শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা
জরিমানা করা হয়েছে।

এছাড়া, তৎকালীন সিইও ইমরান আহমেদকে ৫ বছরের জন্য পুঁজিবাজার কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

⚖️ আইনগত পদক্ষেপ:
ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএসইসি জানিয়েছে, বাজারে স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত একটি দৃষ্টান্ত তৈরি করবে।

লুইস দিয়াজ বায়ার্ন মিউনিখে যোগ দিলেন শেষ হলো লিভারপুল অধ্যায়

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

লুইস দিয়াজের লিভারপুল অধ্যায়ের পর্দা নামল। সাড়ে তিন বছরের সফল পথচলার পর কলোম্বিয়ান ফরোয়ার্ড এবার বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দিলেন।

২০২২ সালের জানুয়ারিতে এফসি পোর্তো থেকে লিভারপুলে আসেন দিয়াজ। এরপর ১০১ ম্যাচে ৩০ গোল ও ১০ অ্যাসিস্ট করে ক্লাবের চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মধ্যে রয়েছে সদ্যসমাপ্ত মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি করে এফএ কাপ, কারাবাও কাপ ও লিগ কাপ।

শুরুর মৌসুমেই ক্লপের অধীনে দুর্দান্ত ফর্মে ছিলেন ‘লুচো’। খেলেন ২৬ ম্যাচে, করেন ৬ গোল ও ৪ অ্যাসিস্ট। তবে ২০২2-23 মৌসুমে হাঁটুর ইনজুরি কিছুটা পিছিয়ে দেয় তাঁকে।

২০২৩-২৪ মৌসুমে আবার ছন্দে ফিরে আসেন এবং স্লটের অধীনে আরও এগিয়ে যান। উইঙ্গার থেকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে রূপান্তরিত হয়ে দেন ক্যারিয়ারের সেরা গোলসংখ্যা।

🔄 নতুন অধ্যায় শুরু বায়ার্ন মিউনিখে ক্লপ বিদায়ের পর স্লটের অধীনে ভিন্ন ভূমিকায় দারুণ খেললেও শেষ পর্যন্ত দিয়াজ পাড়ি জমালেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে, যেখানে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত এই কলোম্বিয়ান তারকা।

আজ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে ঐকমত্যের প্রাথমিক তালিকা: ড. আলী রীয়াজ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

ড. আলী রীয়াজ : ছবি-সংগৃহীত

ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, যেসব বিষয়ে প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলোর তালিকা আজ বুধবারই সংশ্লিষ্ট সব দলের কাছে পাঠানো হবে।

আজ দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি বলেন,

“মৌলিক অধিকার সংরক্ষণ ও সম্প্রসারণে সব দল একমত হয়েছে। ঐকমত্যের বিষয়গুলো আগামীকালকের (৩১ জুলাই) মধ্যে জানিয়ে দেওয়া হবে।”

আলোচনার বিষয়বস্তু:
আজকের বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক বিষয়ের ওপর আলোচনা হচ্ছে, তার মধ্যে রয়েছে:

  • সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো

  • রাষ্ট্রপতির দায়িত্ব ও ক্ষমতা পুনর্বিন্যাস

  • রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি

  • উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচন

  • সরকারি কর্ম কমিশনের কার্যকরী কাঠামো

  • দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা

  • মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) নিয়োগ

  • ন্যায়পাল (Ombudsman) নিয়োগ সংক্রান্ত বিধান

উল্লেখ্য, এই কমিশন একটি সর্বদলীয় ও অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামো গঠনের লক্ষ্যেই কাজ করছে। বিভিন্ন দলের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের রূপরেখা তৈরির উদ্দেশ্যেই এগোচ্ছে এই উদ্যোগ।

×