বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনায় অগ্রগতি: শুল্ক কমানোর ইঙ্গিত প্রথম দিনেই

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক বার্তা পেয়েছে ঢাকা—এমনটি জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
সোমবার (২৯ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাংবাদিকদের তিনি জানান, “আমরা শুল্ক কমানোর বিষয়ে ভালো বার্তা পেয়েছি। শুল্ক উল্লেখযোগ্য হারে কমবে বলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের দফতর থেকে ধারণা পেয়েছি। তবে কতটা কমবে, তা এখনই বলা যাচ্ছে না। আগামীকালের বৈঠক শেষে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলের অন্য সদস্যরা হলেন:
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান,
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান,
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।
ঢাকা থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হয়েছেন এই আলোচনায়।
যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ, যিনি বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত ইস্যুতে হোয়াইট হাউসের প্রতিনিধিত্ব করেন। আলোচনার সার্বিক সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।
উল্লেখযোগ্য অগ্রগতি হলো—বহুদিন ধরে উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কিছু প্রধান রপ্তানি পণ্যের প্রতিযোগিতা হ্রাস পাচ্ছিল। শুল্ক কমানোর সম্ভাবনা বাস্তবায়িত হলে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ও লেদার প্রোডাক্টসহ বিভিন্ন পণ্যে নতুন বাজার সম্ভাবনা তৈরি হবে।