গাজায় ত্রাণ পাঠাবে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস ঘোষণা দিয়েছেন, জার্মানি গাজায় মানবিক সহায়তা পাঠাবে এবং এতে ফ্রান্স ও যুক্তরাজ্য যৌথভাবে অংশ নেবে। প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়াসের নেতৃত্বে এই সহায়তা কার্যক্রম চালানো হবে।
মের্ৎস বলেন, “এটি গাজার মানুষের জন্য খুবই সামান্য হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে এটি আমাদের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান।”
এদিকে, স্পেনও গাজায় প্যারাশুটের মাধ্যমে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো জানান, জর্ডানের সঙ্গে সমন্বয়ে আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে প্রায় ৫,০০০ মানুষের জন্য খাদ্যসামগ্রী পাঠানো হবে।
তিনি আরও বলেন, “এই প্যারাশুট ড্রপ সমুদ্রে এক ফোঁটা জলের মতো, কিন্তু এটা আমাদের মানবিক দায়িত্ব।”
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে স্পেন আহ্বান জানিয়েছে, যেন জাতিসংঘের এজেন্সিগুলোর মাধ্যমে স্থলপথে বাধাহীনভাবে ত্রাণ সরবরাহের স্থায়ী ব্যবস্থা করা হয়।