মানুষের কল্যাণে না এলে সংস্কারের মূল্য নেই: মির্জা ফখরুল

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত
সংস্কার যদি জনগণের উপকারে না আসে, তাহলে তার কোনো অর্থ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি অভিযোগ করে বলেন, “রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে অনেকেই উচ্চপদে গেছেন, মন্ত্রী হয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। কিন্তু যারা জীবন দিয়েছেন, তাঁদের কেউ স্মরণ করে না। শহীদ পরিবার বা নিখোঁজদের জন্য সরকার কিছুই করেনি।”
ফখরুল আরও বলেন, “গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনা সম্ভব কি না, জানি না। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে না দাঁড়ালে আমরাও দায়ী থাকব।”
তিনি জানান, গুম কমিশনের প্রতিবেদন জমা পড়লেও বাস্তব অগ্রগতি হয়নি।