প্রাথমিক প্রধান শিক্ষকদের জন্য সুখবর: বেতন স্কেল এখন দশম গ্রেডে

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ৬৫ হাজার ৫০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এতদিন তারা প্রশিক্ষণপ্রাপ্ত হলে ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন হলে ১২তম গ্রেডে বেতন পেতেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,
শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্ভব। সর্বোচ্চ আদালতের রায়ে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন দশম গ্রেডে উন্নীত করার নির্দেশনা পাওয়ার পর এটি সার্বিকভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার।
এই যুগান্তকারী পদক্ষেপে দীর্ঘদিনের বেতন বৈষম্যের অবসান হলো এবং প্রধান শিক্ষকদের পেশাগত জীবনে স্থিতিশীলতা ও উৎসাহ বাড়বে বলে আশা করছে সরকার। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে তারা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের এ সিদ্ধান্তকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।