সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে উদ্যাপিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস ২০২৫

আজ ২৯ জুলাই, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য— “বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি”। বাংলাদেশে দিবসটি পালন করছে বন অধিদফতর।
বাঘ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব বাঘ দিবস পালনের ঘোষণা আসে। এরপর থেকেই প্রতি বছর ২৯ জুলাই দিনটি পালন করা হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) বন ভবনের হৈমন্তি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করবেন প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
সর্বশেষ ২০২৪ সালের জরিপ অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫টিতে। ২০১৫ সালের শুমারিতে এই সংখ্যা ছিল ১০৬। ক্যামেরা ট্র্যাপ পদ্ধতির মাধ্যমে সুন্দরবনের ১৬৫৯ কিলোমিটার এলাকাজুড়ে চালানো জরিপে এই তথ্য উঠে আসে। জরিপে ১০ লাখের বেশি ছবি বিশ্লেষণ করে বাঘের ৭২৯৭টি স্পষ্ট ছবি সংগ্রহ করা হয়।
এই জরিপ কার্যক্রমে সহায়তা করেছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল। জরিপ পরিচালনায় ব্যয় হয় ৩ কোটি ৪০ লাখ টাকা।