চাঁ’দা’বা’জি’র ঘটনায় যুব রাজনীতি প্রশ্নবিদ্ধ: মন্তব্য মির্জা ফখরুলের

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় তীব্র হতাশা প্রকাশ করেছেন। সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি আর্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আজ যখন পত্রিকা খুললাম, বেদনায় নীল হয়ে গেছি। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা জোরপূর্বক সাবেক এক সংসদ সদস্যের কাছ থেকে ৫০ লাখ টাকা আদায় করেছে।”
তিনি প্রশ্ন রাখেন, “এই কি আমরা চেয়েছিলাম? দেশের মানুষ কি এমন ভবিষ্যৎ চায়?”
ফখরুল বলেন, “দেশের মানুষ আজ তরুণদের দিকে তাকিয়ে আছে। কিন্তু এমন ঘটনার কারণে গর্ব করে বলা যাচ্ছে না—এই দেশ নতুনভাবে গড়ে উঠবে।”
সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সংস্কারের বিষয়ে আমরা সহযোগিতা করছি, কিন্তু সরকারের অগ্রগতি দেখা যাচ্ছে না। বরং নানা চাপ দিয়ে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে শুধু একটি দলের নয়, গোটা জনগণের অংশগ্রহণ ছিল। শহীদ হয়েছেন যুবদলের ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন। যার যা অবদান, তা তাকে দিতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস রাখতে হবে।”
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টার কথাও তুলে ধরেন ফখরুল।