ভিজিট ভিসাধারীদের ফেরার সময়সীমা আরও এক মাস বাড়াল সৌদি আরব

সৌদি আরবে যেসব দেশের প্রবাসীরা ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফেরেননি, তাদের জন্য ফেরার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সময়সীমা ২৬ জুলাই ২০২৫ (১ মুহাররম ১৪৪৭ হিজরি) থেকে কার্যকর হবে।
সৌদির জাওয়াজাত জানিয়েছে, ভিজিট ভিসা শেষ হওয়া বিদেশিদের চূড়ান্ত প্রস্থানের প্রক্রিয়া সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে ‘আবশির’ প্ল্যাটফর্মের ‘তাওয়াসুল’ সার্ভিস ব্যবহার করে আবেদন করতে হবে।
এর আগেও ২৬ জুন থেকে এক মাসের জন্য এই সুযোগ চালু করেছিল কর্তৃপক্ষ। নতুন ঘোষণায় সেই সুযোগের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে বসবাস না করে বৈধ পথে দেশে ফেরার সুযোগ কাজে লাগানো উচিত। ভিজিট ভিসা শেষ হওয়া ব্যক্তিদের প্রতি তারা এই আহ্বান জানিয়েছে।