বিয়েই সব নয়: বয়স নিয়ে কটূ মন্তব্যে ক্ষোভ ঝাড়লেন জেরিন খান

জেরিন খান : ছবি-সংগৃহীত
বলিউডে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে পা রাখেন জেরিন খান। তার চেহারায় অনেকেই প্রথমে খুঁজে পেয়েছিলেন ক্যাটরিনা কাইফের ছায়া। কিন্তু বলিউডে চমক দেখিয়ে দীর্ঘদিন ধরেই তিনি সিনেমা থেকে দূরে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো সমান জনপ্রিয় তিনি।
ইনস্টাগ্রামে নিয়মিত নিজের ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন জেরিন। তবে সোশ্যাল মিডিয়ার ইতিবাচকতার মাঝেও মাঝে মাঝে তার কপালে জোটে কটূ মন্তব্য।
সম্প্রতি এক ব্যবহারকারী তাকে উদ্দেশ করে মন্তব্য করেন— “বিয়ে করে ফেলুন, আপনার বয়স হয়ে যাচ্ছে।”
এই মন্তব্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জেরিন খান। পাল্টা একটি ভিডিও বার্তায় জেরিন প্রশ্ন ছুঁড়ে দেন— “সব সমস্যার সমাধান কি বিয়েই? মেয়েদের জীবনে বিয়েই কি একমাত্র লক্ষ্য?”
তিনি আরও বলেন, “বিয়ে করলে কি বয়স কমে যাবে? যদি না কমে, তাহলে এমন পরামর্শ দেয়ার মানে কী? কেন এখনও এমন চিন্তাধারা সমাজে প্রচলিত?”
জেরিন আরও বাস্তবতা তুলে ধরে বলেন, “আজকাল তো বেশিরভাগ বিয়ে কয়েক মাসের মধ্যেই ভেঙে যাচ্ছে। তাহলে বিয়েকে কেন জীবনের একমাত্র সমাধান হিসেবে ধরা হয়?”
তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ জেরিনের স্বাধীন মতামতের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। তবে নারী স্বাধীনতা ও ব্যক্তিগত পছন্দের বিষয়ে তার স্পষ্ট অবস্থানকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।