আওয়ামী লীগ নিষিদ্ধের পর যুবলীগের তিন নেতা যোগ দিলেন এনসিপিতে বহিষ্কার জেলা কমিটির

আন্তর্বর্তী সরকারের ঘোষণার পর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটে কিশোরগঞ্জ জেলার যুবলীগের তিন নেতা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। এর পরপরই যুবলীগের পক্ষ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
এনসিপিতে যোগদানকারী নেতারা হলেন—
গোলাম কবির শ্যামল, সাধারণ সম্পাদক, ইটনা উপজেলা যুবলীগ
কামরুজ্জামান সোহেল, সদস্য, জেলা যুবলীগ আহ্বায়ক কমিটি
বাছেত আহমেদ, সদস্য, ইটনা উপজেলা যুবলীগ
তবে জানা গেছে, শ্যামল ও বাছেত এরই মধ্যে যুবলীগ থেকে পদত্যাগ করেছিলেন।
গতকাল রবিবার রাতে জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল ও মো. রুহুল আমিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’ বহিষ্কারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশটি যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রাত ১১টার দিকে। এর পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পোস্টটি শেয়ার করতে থাকেন।
এর আগে শনিবার রাতে এনসিপির দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকার তিন রাস্তার মোড়ে আয়োজিত পথসভায় কেন্দ্রীয় নেতাদের পাশে বক্তৃতা করতে দেখা যায় গোলাম কবির শ্যামলকে।
উল্লেখযোগ্য যে, শ্যামলের বাবা ওমর ফারুক ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।