চাপে ফেলেও বিএনপিকে দমানো যাবে না মির্জা ফখরুলের হুঁশিয়ারি

মির্জা ফখরুল : ছবি-সংগৃহীত
বিএনপি কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়, উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “চাপে ফেলে বিএনপিকে বেকায়দায় ফেলতে চাইলেও কেউ সফল হবে না।”
সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয় দিবসের বর্ষপূর্তি উপলক্ষে যুবদলের আয়োজিত গ্রাফিতি অংকন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শুধু যুবদলেরই ৭৯ জন নেতাকর্মী শহীদ হয়েছিলেন। সেই আন্দোলন ছিল শুধু কয়েকজনের নয়, সব বয়সী মানুষের অংশগ্রহণে গঠিত গণ-আন্দোলন।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা সংস্কারের পক্ষে, তবে তা হতে হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী।” এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে সরকারের অবস্থান নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি।
এছাড়া চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ নেতার গ্রেফতার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। তার ভাষ্য, “ডিবি অফিসের শত নিপীড়নের পরেও বিএনপির কোন নেতাকর্মী আত্মসমর্পণ করেনি, কারো কাছে মুচলেকা দেয়নি।”