বিয়ে ও মাতৃত্বের ঘোষণায় চমক দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলোচনায় তামিল অভিনেতা রঙ্গরাজ

রঙ্গরাজ : ছবি-সংগৃহীত
তামিল সিনেমার অভিনেতা ও পেশাদার শেফ মধমপট্টি রঙ্গরাজ ফের শিরোনামে। এবার ব্যক্তিগত জীবনের চমকপ্রদ ঘটনায় আলোচনায় এসেছেন তিনি। জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদা-কে বিয়ে করেছেন রঙ্গরাজ, আর বিয়ের ঘোষণা দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই নতুন আরও এক সুখবর দিলেন জয়—তিনি মা হতে চলেছেন।
রোববার (২৭ জুলাই) ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেন নবদম্পতি। ছবিতে দেখা যায়, রঙ্গরাজ জয়কে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। ক্যাপশনে লেখা ছিল, ‘মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ’ এবং ‘স্বামী-স্ত্রী’ হ্যাশট্যাগ।
পোস্ট করার কিছুক্ষণ পরেই আরেকটি ছবি দিয়ে জয় জানান, তাদের প্রথম সন্তান আসছে ২০২৫ সালে। ক্যাপশনে তিনি লেখেন, “আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা”।
এই খবরে ভক্তদের মধ্যে যেমন অভিনন্দনের জোয়ার বইছে, তেমনি আলোচনা-সমালোচনাও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, এ সুখবরের মাঝেই সামনে এসেছে একটি ব্যক্তিগত বিতর্ক।
রঙ্গরাজের প্রথম স্ত্রী শ্রুতি রঙ্গরাজ, যিনি একজন আইনজীবী, দাবি করেছেন যে, এখনো তাদের আইনি বিচ্ছেদ হয়নি। তিনি আরও জানিয়েছেন, তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান। তবে এ বিষয়ে এখনো রঙ্গরাজ কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, মধমপট্টি রঙ্গরাজ অভিনয়ে পা রাখেন ‘মেহেন্দি সার্কাস’ সিনেমার মাধ্যমে, যার মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়ান তিনি। এরপর তাকে দেখা গেছে ‘পেঙ্গুইন’ সিনেমায়ও।