নিয়োগ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট বিএনপির

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে নিয়োগ সংক্রান্ত ইস্যুতে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত আলোচনায় চারটি গুরুত্বপূর্ণ সংস্থার নিয়োগ নিয়ে দ্বিমত প্রকাশ করে বিএনপি এই প্রতিক্রিয়া জানায়।
বৈঠকের সূচনায় সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (CAG) এবং ন্যায়পাল (Ombudsman) নিয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এই অংশে বিএনপি অংশগ্রহণ না করে বৈঠকস্থল ত্যাগ করে।
তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী প্রতিনিধিত্ব সংক্রান্ত আলোচনায় বিএনপির প্রতিনিধি দলের অংশগ্রহণ থাকবে।
কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান,
“আজকের মধ্যে ‘জুলাই সনদ’-এর খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। এখনও তা চূড়ান্ত হয়নি। এতে থাকবে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংশোধনী এবং রাজনৈতিক সংস্কারের প্রেক্ষাপট।”
এর আগে ২৩ জুলাই, উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়ায় সিপিবিসহ তিনটি দল প্রতীকী ওয়াকআউট করে। অধিবেশন শুরুতেই সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান।