ভোটের আনুপাতে সংসদের উচ্চ কক্ষ চায় এনসপি জুলাই সনদে সংশয়

নাহিদ ইসলাম : ছবি-সংগৃহীত
ভোটের আনুপাতিক হারে সংসদের উচ্চ কক্ষ গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন সংখ্যাভিত্তিক নয়, বরং প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষ গঠনের ওপর জোর দিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন— এই বিষয়ে ঐকমত্য না হলে ‘জুলাই সনদ’ স্বাক্ষর নিয়ে সংশয় রয়ে যায়।
সোমবার (২৮ জুলাই) সকালে জামালপুরের ডাক বাংলোতে অভ্যুত্থানে নিহত ১১ শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন,
“জুলাই সনদে মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে। উচ্চ কক্ষ অবশ্যই ভোটের আনুপাতিক ভিত্তিতে গঠিত হতে হবে— আসন অনুযায়ী নয়। এই বিষয়ে ঐকমত্য না হলে সনদে স্বাক্ষর নিয়ে সংশয় থেকেই যায়।”
এদিন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা শহরের তমালতলা এলাকা থেকে পদযাত্রা শুরু করে, যা বিভিন্ন সড়ক ঘুরে ফৌজদারি এলাকায় পথসভার মাধ্যমে শেষ হয়। জামালপুরের পর তারা ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন।
এনসিপির ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সারাদেশে এই কর্মসূচি চলমান রয়েছে।