ইইউ পণ্যে ১৫% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র-ইউরোপ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

ডোনাল্ড ট্রাম্প : ছবি-সংগৃহীত
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সকল পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপে একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২৭ জুলাই) স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে এক বৈঠকে চুক্তিটি সম্পন্ন হয়।
দীর্ঘ আলোচনার পর ইইউ পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। এর আগে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় পণ্যে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিল।
চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের কিছু নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর শূন্য শুল্ক আরোপ করা হবে। এর মাধ্যমে উভয় পক্ষের বাজার আরও উন্মুক্ত হবে বলে জানানো হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এই চুক্তি মার্কিন রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বিশ্ববাণিজ্যে আমাদের অংশীদারিত্ব আরও মজবুত হবে।”
ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, “এই চুক্তি দুই মিত্র দেশের জন্যই অর্থনৈতিক স্থিতিশীলতা বয়ে আনবে। কারণ, ইউরোপ ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবে বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশ অংশীদার।”