ভবিষ্যতের বাংলাদেশে আর মন্দির পাহারা দিতে হবে না : নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম : ছবি-সংগৃহীত
ভবিষ্যতের বাংলাদেশে যেন আর কোনো ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার প্রয়োজন না হয়—এমন একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৭ জুলাই) রাতে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জামালপুর শহরের ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সব নাগরিক তার অধিকার, মর্যাদা ও নিরাপত্তা পাবে। যে বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু ভেদাভেদ থাকবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদার নাগরিক হিসেবে গড়ে উঠবে।”
তিনি আরও বলেন, “গত ৫৪ বছরে আমাদের মধ্যে অনেক বৈষম্য থেকে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার এখনো বাস্তবায়ন হয়নি। তরুণ প্রজন্ম গণঅভ্যুত্থানে নেমে নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা দেখিয়েছে, আমরা তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকতে চাই।”
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর স্মরণে এনসিপির প্রতিনিধিদল দেশের ৬৪টি জেলায় গিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কথা শুনছে জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকটি ধর্ম ও জাতিগোষ্ঠীর সংস্কৃতির পক্ষে আমরা সোচ্চার। ভবিষ্যতের বাংলাদেশে কেউ মন্দির পাহারা দেবে না, সবাই নিশ্চিন্তে প্রার্থনা করতে পারবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা সমন্বয়কারী লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ স্থানীয় নেতারা।