উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত সাহীলের মৃ’ত্যু নি’হত বেড়ে ৩৬

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী সাহীল ফারাবী আয়ান (১৪) মারা গেছে। রোববার (২৭ জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে বিমান বিধ্বস্ত ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সাহীলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সাহীলের বাবার নাম মোহাম্মদ আলী মাসুদ, তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করেন।
প্রসঙ্গত, গত ২১ জুলাই সকাল ১০টায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ঘটনার সময় স্কুল চলাকালীন থাকায় ঘটনাস্থলে ব্যাপক প্রাণহানি ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪৮ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।