জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন: সভাপতি জাকির আহমেদ খান, ২৩ সদস্যের বিশাল কমিটি গঠিত

বাংলাদেশ সরকারের লোগো
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণ ও সুবিধা পর্যালোচনার লক্ষ্যে সরকার জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ১৫ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে। প্রজাতন্ত্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনার পাশাপাশি সময়োপযোগী সুপারিশ প্রণয়ন করবে এই কমিশন।
কমিটির গঠন:
পূর্ণকালীন সদস্য: ড. মোহাম্মদ আলী খান (সাবেক সচিব), মো. মোসলেম উদ্দীন (সাবেক হিসাব মহানিয়ন্ত্রক), মো. ফজলুল করিম (সাবেক রাষ্ট্রদূত)
খণ্ডকালীন সদস্য হিসেবে আছেন: ড. জাহিদ হোসাইন, ড. জিশান আরা আরাফুন্নেসা, মেজর জেনারেল (অব.) এআইএম মোস্তফা রেজা নূর, ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, অধ্যাপক মাকছুদুর রহমান সরকার, প্রফেসর ড. শামসুল আলম ভূঁইয়া, ড. এ কে এম মাসুদ, ডা. সৈয়দ আতিকুল হক, ড. এ কে এনামুল হক প্রমুখ।
এছাড়া জনপ্রশাসন, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ মন্ত্রণালয়, ফেডারেশন অব চেম্বারস, বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টসসহ বিভিন্ন সংস্থা থেকে প্রতিনিধিরাও রয়েছেন।
কমিশনের কার্যপরিধি:
সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণ
কর প্রভাবসহ নতুন স্কেল সুপারিশ
বেতন বহির্ভূত সুবিধার (যেমন: বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, উৎসবভাতা ইত্যাদি) যৌক্তিকীকরণ
মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয়ের কৌশল
অবসর ও পেনশন সুবিধার পর্যালোচনা
রেশন, মোবাইল, গাড়ি, ইনক্রিমেন্টসহ অন্যান্য আর্থিক সুবিধার যৌক্তিকতা নির্ধারণ
সুপারিশের ভিত্তিতে বিবেচ্য বিষয়:
একটি পরিবারের মৌলিক জীবনযাত্রার ব্যয় (পিতা-মাতা ও ৬ সদস্যের গড় পরিবার)
সন্তানের শিক্ষা ও চিকিৎসা ব্যয়
দেশের অর্থনৈতিক সক্ষমতা, সরকারি সম্পদের বাস্তবতা
প্রতিষ্ঠানভিত্তিক ব্যয় ও আয় পরিস্থিতি
দক্ষ জনবল ধরে রাখা ও জনপ্রশাসনের মান উন্নয়ন
কমিশন প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। প্রয়োজনে খণ্ডকালীন সদস্য কো-অপ্ট করার সুযোগও থাকবে।