রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধে শিক্ষক-শিক্ষার্থীরা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধে শিক্ষক-শিক্ষার্থীরা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধনের পর তারা সড়কে অবস্থান নেন, ফলে উভয় পাশে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখনো স্থায়ী ক্যাম্পাসের জন্য কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তারা অভিযোগ করেন, চারটি ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম চলছে, যেখানে নেই আবাসন, নিরাপত্তা, পর্যাপ্ত শ্রেণিকক্ষ কিংবা খেলার মাঠ।
অবরোধ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং কোষাধ্যক্ষ ড. ফিরোজ আহমদ উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. হাসান তালুকদার বলেন, “শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকরাও অসহনীয় দুরবস্থার মধ্যে আছেন। আমরা শিক্ষাদান করতে পারছি না, শিক্ষার পরিবেশও অনুপস্থিত। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
শিক্ষার্থীরা জানান, সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-পাবনা মহাসড়কের অ্যাকাডেমিক ভবন-৩ সংলগ্ন এলাকায় প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে।