“নিজেরা পরিষ্কার না হলে জাতি পরিষ্কার হবে না” — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

"নিজেরা পরিষ্কার না হলে জাতি পরিষ্কার হবে না" — পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “পরিচ্ছন্নতা আমাদের জাতীয় অভ্যাসে পরিণত না হলে, কোনো জাতি সত্যিকার অর্থে পরিচ্ছন্ন হতে পারে না।” তিনি বলেন, “আমরা নিজেরা যদি পরিবেশের প্রতি দায়িত্বশীল না হই, তাহলে দেশ পরিচ্ছন্ন রাখা কঠিন হবে।”
রোববার (২৭ জুলাই) বন অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত জাতীয় বৃক্ষমেলা ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এবারের বৃক্ষমেলায় বন বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের (ভলান্টিয়ার) দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে তারা কতটা নিয়মিতভাবে কাজ করেছে তা নিশ্চিতভাবে বলা কঠিন। “পরশু মেলায় গিয়েও দেখেছি, অনেকে খাওয়ার উচ্ছিষ্ট যত্রতত্র ফেলে যাচ্ছেন—এটা খুবই দুঃখজনক,” বলেন তিনি।
বৃক্ষমেলায় স্টল বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এবার লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দিয়েছি। পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ, এবং এতে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছিল। অনেকে দুর্লভ দেশি ও কিছু বিদেশি গাছ এনেছেন, এজন্য আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”
নার্সারি মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যেভাবে গাছের মাধ্যমে মানুষকে প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। তবে অনুরোধ করব—চারাগাছ পলিথিনের ব্যাগে না দিয়ে পরিবেশবান্ধব উপায়ে বিতরণ করুন। কারণ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর।”
তিনি আরও বলেন, “আমরা এবারের মেলায় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও পূর্ববর্তী বছরগুলোর বিজয়ীদের নিয়ে একটি ভলান্টিয়ার গ্রুপ গঠনের পরিকল্পনা করছি। সরকারি বাহিনী দিয়ে নয়, জনগণের অংশগ্রহণে এমন উদ্যোগ বাস্তবায়ন করতে চাই। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে লোকবলের তো অভাব হবার কথা নয়।”
পরিবেশ রক্ষায় সকলে মিলে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “শুধু আইন দিয়ে নয়, সচেতনতা ও নৈতিক দায়িত্ব থেকেই প্রকৃতিকে ভালোবাসতে শিখতে হবে।”