সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে জুতাপেটা, বিতর্কে অভিনেত্রী রুচি গুজ্জর

সিনেমার প্রিমিয়ারে প্রযোজককে জুতাপেটা, বিতর্কে অভিনেত্রী রুচি গুজ্জর
মুম্বাইয়ের একটি সিনেমা হলে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’–এর প্রিমিয়ারে ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জর প্রকাশ্যে সিনেমার প্রযোজক মান সিংকে জুতাপেটা করেন। এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।
অভিযোগ: প্রতারণা ও অর্থ আত্মসাৎ
রুচি গুজ্জরের দাবি, তিনি সো লং ভ্যালি সিনেমার প্রযোজকদের কাছ থেকে একটি টিভি শো নির্মাণের প্রতিশ্রুতি পেয়ে তাদের হাতে প্রায় ২৫ লাখ রুপি তুলে দেন। কিন্তু সেই অর্থ ব্যয় করা হয়েছে সিনেমার নির্মাণে। শোটি আর তৈরি করা হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
প্রিমিয়ারে হট্টগোল
প্রিমিয়ারে রুচির সঙ্গে একটি দলও হাজির হয়েছিল। অনেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন প্রযোজকদের বিরুদ্ধে। উত্তপ্ত পরিস্থিতিতে রুচি নিজের পায়ের জুতা খুলে সরাসরি প্রযোজক মান সিংয়ের ওপর চড়াও হন। মান সিং শুধু প্রযোজকই নন, তিনি সিনেমাটির কাহিনিকারও।
আইনি পদক্ষেপ ও পাল্টা প্রতিক্রিয়া
রুচি ইতিমধ্যেই করণ সিং চৌহান নামে একজন প্রযোজকের বিরুদ্ধে অ্যাম্বোলি থানায় প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছেন। তার আইনজীবী জানিয়েছেন, করণ এককালীন ২৩ লাখ রুপি নিয়েছিলেন, কিন্তু সেই অর্থ ফেরত দেননি।
এদিকে মান সিং এই ঘটনাকে “পাবলিসিটি স্টান্ট” বলে দাবি করেছেন। তার ভাষায়, “রুচি সিনেমাটি মুক্তি পেতে বাধা দিতে চেয়েছিলেন। আদালতের অনুমতি পাওয়ায় আমরা মুক্তি দিতে সক্ষম হই, আর তাতেই সে ক্ষিপ্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।”
প্রেক্ষাপট
সো লং ভ্যালি সিনেমার তিন প্রযোজক: মান সিং, করণ সিং এবং মহসিন খান। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন করণ। যদিও মামলার রায় এখনও হয়নি, তবে এই ঘটনার কারণে সিনেমাটি মুক্তির আগেই তুমুল আলোচনায় চলে এসেছে।