অভিনেত্রী মৌ শিখার কর্মহীনতার স্ট্যাটাস ভাইরাল পাশে দাঁড়ালেন মনিরা মিঠু

টেলিভিশন নাটকের পরিচিত মুখ অভিনেত্রী মৌ শিখা বর্তমানে কর্মহীন সময় পার করছেন। গত আড়াই মাস ধরে তার হাতে নেই কোনো নাটকের কাজ। এই কঠিন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে নিজের অসহায়তা ও হতাশা প্রকাশ করেছেন তিনি।
ফেসবুকে দেওয়া সেই দীর্ঘ পোস্টে মৌ শিখা লেখেন, “আমি অভিনয় করেই সংসার চালাই। আগে যেখানে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, এখন কাজ হয় মাত্র চার-পাঁচ দিন। বেঁচে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে।”
তিনি অনুরোধ করেন, “মৃত্যুর পর আমার জন্য আফসোস করে লাভ নেই। বেঁচে থাকতেই যেন মূল্যায়ন পাই।”
অভিনেত্রীর এই স্ট্যাটাস নেটিজেনদের মধ্যে আলোড়ন তোলে। সহকর্মী এবং ভক্তরা দুঃখপ্রকাশ ও সমবেদনা জানিয়েছেন মন্তব্যে। জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু মৌ শিখার পাশে দাঁড়াতে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি লেখেন—
“ভয় নেই শিখা, আমরা দুইজন মিলে চায়ের টং দোকান দিবো। সবাই আমাদের কাছে চা খেতে আসবে।”
এই বন্ধুত্বপূর্ণ প্রতিশ্রুতি ভক্তদের মন জয় করেছে। কেউ বলছেন, “এই না হলে বন্ধুত্ব”, আবার কেউ লিখেছেন, “মনিরা মিঠু আপা একজন আদর্শ সহকর্মী, সবাইকে সমান গুরুত্ব দেন।”
প্রসঙ্গত, মৌ শিখা দীর্ঘদিন ধরে নাটকে কাজ করছেন। জনপ্রিয় নাটক ছাড়াও তিনি ‘জমজ ভূতের গল্প’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন, যা এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে।