“রাজনৈতিক সংস্কার ছাড়া উন্নয়ন অর্থহীন”: আমীর খসরুর

আমীর খসরু : ছবি-সংগৃহীত
রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া কোনো সংস্কারই টেকসই নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৬ জুলাই) রাজধানীতে আয়োজিত “পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা: রাজনৈতিক দলগুলোর ইশতেহার” বিষয়ক এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “যতক্ষণ না রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়, ততক্ষণ সব সংস্কারই অর্থহীন।”
তিনি আরও বলেন, “আগে সুষ্ঠু নির্বাচনের অভাবে জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। সে জন্যই আজ এত অনিয়ম ও দুর্নীতি। শেখ হাসিনা দেশের জিডিপি ধ্বংস করে দিয়ে গেছেন।”
পরিবেশ ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বক্তব্যে আমীর খসরু জানান, “যারা খাল দখল বা পরিবেশ দূষণের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে না।”
এ সময় তিনি আরও বলেন, “দেশজুড়ে ৩০ কোটি গাছ লাগাবে বিএনপি। এই উদ্যোগ আমাদের পরিবেশ পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের অংশ।”
তিনি আশাবাদী হয়ে বলেন, “জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলো এখন আরও দায়িত্বশীল ভূমিকা রাখছে, যা দেশের জন্য একটি ইতিবাচক দিক।”