| ২৬ জুলাই ২০২৫
শিরোনাম:

রাজনৈতিক সমঝোতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: ড. সালেহউদ্দিন আহমেদ

রাজনৈতিক সমঝোতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: ড. সালেহউদ্দিন আহমেদ

ড. সালেহউদ্দিন আহমেদ : ছবি-সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেছেন দেশের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনীতিকে স্থিতিশীল পথে নেওয়া অসম্ভব।”

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের বই প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন বলেন,

“বাংলাদেশের মতো এত বড় অর্থনৈতিক বিপর্যয় পৃথিবীর আর কোথাও হয়নি। কিছু কিছু ব্যাংকের প্রায় ৮০ শতাংশ অর্থ লোপাট হয়েছে।”

তিনি আরও বলেন,

“আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, শুধু ব্যাংক খাত পুনর্গঠনে প্রয়োজন ১৮ বিলিয়ন ডলার। অপরদিকে, বিশ্ব ব্যাংকের মতে, এই অঙ্ক ৩৫ বিলিয়নেরও বেশি।”

 রাজনৈতিক সরকারের ভূমিকার ওপর গুরুত্বারোপ
অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি রাজনৈতিক সরকারের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

“অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যেতে পারে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কার একমাত্র রাজনৈতিক সরকারের মাধ্যমেই সম্ভব,” — বলেন ড. সালেহউদ্দিন।

 বিশ্লেষণ: কেন জরুরি রাজনৈতিক সমঝোতা?
বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাব বাংলাদেশের ব্যাংকিং খাতকে গভীর সংকটে ফেলেছে। এখন প্রয়োজন দৃঢ় নীতিগত সিদ্ধান্ত ও রাজনৈতিক ঐকমত্য, যা দেশের অর্থনৈতিক ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলবে।

সুন্দরবন নির্ভরশীল নারীদের চারদিনব্যাপী ক্ষুদ্র ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

রাজনৈতিক সমঝোতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: ড. সালেহউদ্দিন আহমেদ

সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলের জীবন-ঝুঁকিপূর্ণ বননির্ভরতা কমিয়ে নারীদের বিকল্প জীবিকায় উদ্বুদ্ধ করতে “বিকল্প কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা বিষয়ক চারদিন ব্যাপী প্রশিক্ষণ” শনিবার (২৮ জুলাই) সকালে উদ্বোধন করা হয়েছে।

কার্বন সুরক্ষা প্রকল্পের আওতায় লিডার্সের আয়োজনে নিজস্ব হল রুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন লিডার্স নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল।

প্রশিক্ষণ উদ্বোধনীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিডার্স প্রোগ্রাম ম্যানেজার এ.বি.এম. জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে সুন্দরবনের ওপর নির্ভরশীল একদল সাহসী ও সংগ্রামী নারী অংশ নিচ্ছেন, যারা নিজেদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে আগ্রহী। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন রনজিৎ কুমার মণ্ডল।

প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বক্তারা বলেন অংশগ্রহণকারী নারীদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবিকা গড়ে তুলতে পারেন। জানা যায় এই কর্মসূচির গবেষণা সহযোগী হিসাবে রয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।

শুধু বিভাগ নয় এনবিআরের জবাবদিহিতা ও প্রযুক্তিগত সংস্কারও জরুরি: চেয়ারম্যান আবদুর রহমান খান

রাজনৈতিক সমঝোতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: ড. সালেহউদ্দিন আহমেদ

আবদুর রহমান খান : ছবি-সংগৃহীত

শুধু এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ভাগ করলেই কর ব্যবস্থার সব সমস্যা দূর হবে না, বরং পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা ও প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ‘কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি’ বিষয়ক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তি নির্ভর পদ্ধতি নিশ্চিত করতে পারলে এ ভয় দূর হবে।” এনবিআর চেয়ারম্যান আরও বলেন, কর ব্যবস্থাকে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় কর শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ কর শিক্ষায় এখনো অনেক পিছিয়ে। তাই শিক্ষার্থীদের মাঝে কর বিষয়ে সচেতনতা বাড়াতে পাঠ্যবইয়ে কর শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “একটি আধুনিক, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর এনবিআর গঠনের মাধ্যমেই টেকসই রাজস্ব আয় নিশ্চিত করা সম্ভব।”

মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

রাজনৈতিক সমঝোতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: ড. সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক রিপন সাবির সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য পদত্যাগ করা এই নেতা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। পদত্যাগপত্রে রিপন সাবির লেখেন, “আমি কিছু ব্যক্তিগত কারণে, আমার পদ থেকে দলের প্রতি সম্মান রেখে সকল রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ করছি।”

মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

পদত্যাগপত্র জমার বিষয়টি সংগঠনের স্থানীয় নেতাদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় বা থানা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহিপুর থানা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পদত্যাগ পত্রটি জেলায় পাঠানো হয়েছে জেলা থেকে সময় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে তার মুঠোফোনে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ হয়নি। কোন বক্তব্য পাওয়া যায় নি।

×