| ২৬ জুলাই ২০২৫
শিরোনাম:

ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে ম্যাকরনকে কটাক্ষ ট্রাম্পের তার সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই’

ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে ম্যাকরনকে কটাক্ষ ট্রাম্পের তার সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই’

ডোনাল্ড ট্রাম্প : ছবি-সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে অবজ্ঞা করে বিদ্রুপ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, “ম্যাকরনের সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই।” শুক্রবার (২৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ট্রাম্প বলেন,

“ইমানুয়েল খানিকটা অন্য ধাঁচের মানুষ। তবে সে যা বলুক না কেন, তার কোনো প্রভাব নেই। আমি তাকে পছন্দ করি, ভালো মানুষ সে। তবে তার সিদ্ধান্তে কিছুই বদলাবে না। আমি যুক্তরাষ্ট্রের পক্ষে, ফ্রান্সের না।”

🕊️ হামাস নিয়ে ট্রাম্পের মন্তব্য
হামাস প্রসঙ্গে ট্রাম্প বলেন,

“আমার মনে হয় হামাসের সঙ্গে যা ঘটেছে তা ভয়াবহ। তারা সবাইকে সহযোগিতা করেছে, এখন দেখা যাক কী ঘটে।”

🌍 ফ্রান্স ও যুক্তরাজ্যের অবস্থান ফিলিস্তিন প্রশ্নে
এর একদিন আগে, বৃহস্পতিবার (২৫ জুলাই) ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নেন। এরপর একই দাবিতে যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একটি চিঠি প্রেরণ করেন। চিঠি দেওয়া এসব সাংসদদের মধ্যে অর্ধেকের বেশি লেবার পার্টির সদস্য।

চিঠিতে উল্লেখ করা হয়,

“বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া জরুরি। এটি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে।”

📌 বিশ্লেষণ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
বিশেষজ্ঞদের মতে, ইউরোপের বড় দুই দেশের এমন অবস্থান মধ্যপ্রাচ্য সংকটে নতুন মাত্রা যোগ করবে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের পাশে অবস্থান বজায় রেখেছে, ইউরোপীয় দেশগুলো ক্রমেই ফিলিস্তিনের পক্ষ নিচ্ছে।

সুন্দরবন নির্ভরশীল নারীদের চারদিনব্যাপী ক্ষুদ্র ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে ম্যাকরনকে কটাক্ষ ট্রাম্পের তার সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই’

সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলের জীবন-ঝুঁকিপূর্ণ বননির্ভরতা কমিয়ে নারীদের বিকল্প জীবিকায় উদ্বুদ্ধ করতে “বিকল্প কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা বিষয়ক চারদিন ব্যাপী প্রশিক্ষণ” শনিবার (২৮ জুলাই) সকালে উদ্বোধন করা হয়েছে।

কার্বন সুরক্ষা প্রকল্পের আওতায় লিডার্সের আয়োজনে নিজস্ব হল রুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন লিডার্স নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল।

প্রশিক্ষণ উদ্বোধনীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিডার্স প্রোগ্রাম ম্যানেজার এ.বি.এম. জাকারিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণে সুন্দরবনের ওপর নির্ভরশীল একদল সাহসী ও সংগ্রামী নারী অংশ নিচ্ছেন, যারা নিজেদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে আগ্রহী। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন রনজিৎ কুমার মণ্ডল।

প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বক্তারা বলেন অংশগ্রহণকারী নারীদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবিকা গড়ে তুলতে পারেন। জানা যায় এই কর্মসূচির গবেষণা সহযোগী হিসাবে রয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।

শুধু বিভাগ নয় এনবিআরের জবাবদিহিতা ও প্রযুক্তিগত সংস্কারও জরুরি: চেয়ারম্যান আবদুর রহমান খান

ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে ম্যাকরনকে কটাক্ষ ট্রাম্পের তার সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই’

আবদুর রহমান খান : ছবি-সংগৃহীত

শুধু এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ভাগ করলেই কর ব্যবস্থার সব সমস্যা দূর হবে না, বরং পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা ও প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ‘কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি’ বিষয়ক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তি নির্ভর পদ্ধতি নিশ্চিত করতে পারলে এ ভয় দূর হবে।” এনবিআর চেয়ারম্যান আরও বলেন, কর ব্যবস্থাকে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় কর শিক্ষার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ কর শিক্ষায় এখনো অনেক পিছিয়ে। তাই শিক্ষার্থীদের মাঝে কর বিষয়ে সচেতনতা বাড়াতে পাঠ্যবইয়ে কর শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “একটি আধুনিক, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর এনবিআর গঠনের মাধ্যমেই টেকসই রাজস্ব আয় নিশ্চিত করা সম্ভব।”

মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে ম্যাকরনকে কটাক্ষ ট্রাম্পের তার সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই’

বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক রিপন সাবির সংগঠনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য পদত্যাগ করা এই নেতা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। পদত্যাগপত্রে রিপন সাবির লেখেন, “আমি কিছু ব্যক্তিগত কারণে, আমার পদ থেকে দলের প্রতি সম্মান রেখে সকল রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ করছি।”

মহিপুরে যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদত্যাগ

পদত্যাগপত্র জমার বিষয়টি সংগঠনের স্থানীয় নেতাদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় বা থানা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের মহিপুর থানা শাখার সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, পদত্যাগ পত্রটি জেলায় পাঠানো হয়েছে জেলা থেকে সময় নেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে তার মুঠোফোনে একাধিক বার কল দিলেও ফোন রিসিভ হয়নি। কোন বক্তব্য পাওয়া যায় নি।

×