এক ম্যাচ নিষেধাজ্ঞা মেসি ও জর্ডি আলবার

অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে মেজর লিগ সকার (এমএলএস) থেকে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ জর্ডি আলবা।
ফলে রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিতব্য সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে মাঠে নামতে পারবেন না এই দুই অভিজ্ঞ ফুটবলার।
এমএলএস কর্তৃপক্ষ জানায়, মেসি ও আলবা মেক্সিকোর লিগা এমএক্স একাদশের বিপক্ষে অল-স্টার প্রীতি ম্যাচের দলে থাকলেও খেলেননি। কোনো ধরনের ইনজুরি ছাড়াই ম্যাচে অংশ না নেওয়ায় লিগের নিয়ম অনুযায়ী তাদের এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
লিগের নিয়ম অনুযায়ী, অল-স্টার দলে সুযোগ পেয়ে ইনজুরি ছাড়া ম্যাচে অনুপস্থিত থাকলে, সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
উল্লেখ্য, চলতি এমএলএস মৌসুমে লিওনেল মেসি ১৭ ম্যাচে ১৮ গোল ও ১০ অ্যাসিস্ট করে এখন পর্যন্ত লিগের অন্যতম সেরা পারফর্মার হিসেবে আছেন।
এই নিষেধাজ্ঞা ইন্টার মায়ামির জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ দলটি পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থাকতে মরিয়া।