মাইলস্টোন স্কুল আরও দুই দিনের জন্য বন্ধ শিক্ষার্থীদের জন্য থাকছে কাউন্সেলিং

রাজধানীর দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী রোববার (২৭ জুলাই) ও সোমবার (২৮ জুলাই) বন্ধ থাকবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম।
তিনি বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার কারণে শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের ক্লাসে ফেরাতে চাই, তবে তার আগে পর্যাপ্ত মানসিক কাউন্সেলিংয়ের প্রয়োজন রয়েছে। অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং তাদের সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি।”
প্রিন্সিপাল আরও জানান, নিখোঁজ থাকার খবর পাওয়া পাঁচজনের মধ্যে তিনজন শিক্ষার্থীসহ সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
এদিকে, শনিবার সকালেও মাইলস্টোন স্কুল গেটের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। অনেকে গেটের ফাঁক দিয়ে স্কুল প্রাঙ্গণের ভেতর দেখার চেষ্টা করলেও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে স্কুলের শিক্ষক-কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
স্কুল পুনরায় কখন চালু হবে তা পরবর্তী সময়ে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।