নতুন সংবিধান ও বিচার সংস্কারের দাবিতে রাজপথে এনসিপি

নতুন সংবিধান, বিচার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক পদযাত্রা সমাবেশে এসব কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “সিলেট কেবল একটি প্রশাসনিক এলাকা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের অগ্রভাগে থাকা এক অনন্য স্থান। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে সিলেট বুক চিতিয়ে লড়েছে দেশের পক্ষে। এনসিপি এই ঐতিহ্যকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রবাসী সিলেটবাসীর অবদান বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। লন্ডনসহ বিশ্বের নানা প্রান্তে তারা দেশের প্রতিনিধিত্ব করছেন। আমরা তাদের ভোটাধিকার ও নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।”
এর আগে এনসিপির নেতাকর্মীরা ‘জুলাই পদযাত্রা’য় অংশ নেন। পদযাত্রাটি চৌহাট্টা থেকে শুরু হয়ে নগরীর রিকাবীবাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এনসিপি নেতারা জানান, এই পদযাত্রার মূল উদ্দেশ্য জনগণের কাছে দলের তিনটি অঙ্গীকার তুলে ধরা: নতুন সংবিধান, বিচারব্যবস্থার সংস্কার এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন।