| ২৬ জুলাই ২০২৫
শিরোনাম:

সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্টগার্ড

সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্টগার্ড

ছবি- পশ্চিম সুন্দরবনে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক আহত কচ্ছপটিকে চিকিৎসা শেষে নদীতে অবমুক্ত করা হচ্ছে।

পশ্চিম সুন্দরবনের নদী থেকে একটি বিরল প্রজাতির আহত কচ্ছপ উদ্ধার করেছেন এবং পরবর্তীতে চিকিৎসা শেষে নদীতে অবমুক্ত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার(২৫ জুলাই) সকালে সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে আহত কচ্ছপটিকে উদ্ধার করে কোস্টগার্ড ।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান সকালে রুটিন টহলের সময় কচছপটিকে ভেসে থাকতে দেখে সদস্যরা উদ্ধার করেন। উদ্ধারকৃত কচ্ছপটির শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং এটি চলাফেরাতেও দুর্বলতা দেখাচ্ছিল।
প্রাথমিক চিকিৎসা শেষে বনবিভাগের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে সুন্দরবনের চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।
এদিকে স্থানীয়রা জানান চুনকুড়ি নদী ও আশেপাশের জলজ পরিবেশে কচ্ছপসহ নানা প্রজাতির জলজ প্রাণি বসবাস করে।তবে নদীতে অবৈধভাবে মাছ ধরা ও প্লাস্টিক দূষণের কারণে এসব প্রাণি আজ হুমকির মুখে।
এদিকে পরিবেশ ও বন্যপ্রাণি রক্ষা নিয়ে কাজ করা সংগঠনগুলো কোস্টগার্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের কার্যক্রম শুধু একটি প্রাণি বাঁচায়না বরং পুরো বাস্ততন্ত্রের সুরক্ষায় সহায়ক ভূমিকা রাখে।

ভারতে থাকা বাংলাদেশিদের গ্রহণ করা হবে রোহিঙ্গাদের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্টগার্ড

জাহাঙ্গীর আলম চৌধুরী : ছবি-সংগৃহীত

বাংলাদেশের কোনো নাগরিক যদি অবৈধভাবে ভারতে অবস্থান করেন, তবে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু ভারতীয় ভূখণ্ডে অবস্থানরত কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে গ্রহণ করবে না সরকার—সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দপ্তর, পুলিশ লাইন ও জালকুড়িতে বিজিবি-৬২ ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

“ভারত যেভাবে বাংলাদেশিদের পুশ-ইন করছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমাদের দেশের নাগরিক হলে প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করব। তবে রোহিঙ্গা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

⚖️ গণঅভ্যুত্থান মামলা ও তদন্তে গুরুত্ব
গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোতে উদ্দেশ্যমূলকভাবে বহু মানুষকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন উপদেষ্টা।
তিনি বলেন,

“এ ধরনের মামলার তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে।”

তিনি আরও জানান, সকল মামলার সুষ্ঠু তদন্ত করে যথাসময়ে অভিযোগপত্র দাখিল করা হবে।

🛡️ নির্বাচন ঘিরে নিরাপত্তা ও অস্ত্র উদ্ধারে তৎপরতা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রও উদ্ধারের প্রক্রিয়ায় রয়েছে।”

রাজনৈতিক সমঝোতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: ড. সালেহউদ্দিন আহমেদ

সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্টগার্ড

ড. সালেহউদ্দিন আহমেদ : ছবি-সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে রাজনৈতিক সমঝোতার ওপর গুরুত্বারোপ করেছেন দেশের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনীতিকে স্থিতিশীল পথে নেওয়া অসম্ভব।”

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের বই প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন বলেন,

“বাংলাদেশের মতো এত বড় অর্থনৈতিক বিপর্যয় পৃথিবীর আর কোথাও হয়নি। কিছু কিছু ব্যাংকের প্রায় ৮০ শতাংশ অর্থ লোপাট হয়েছে।”

তিনি আরও বলেন,

“আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, শুধু ব্যাংক খাত পুনর্গঠনে প্রয়োজন ১৮ বিলিয়ন ডলার। অপরদিকে, বিশ্ব ব্যাংকের মতে, এই অঙ্ক ৩৫ বিলিয়নেরও বেশি।”

 রাজনৈতিক সরকারের ভূমিকার ওপর গুরুত্বারোপ
অর্থনৈতিক পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি রাজনৈতিক সরকারের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

“অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যেতে পারে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কার একমাত্র রাজনৈতিক সরকারের মাধ্যমেই সম্ভব,” — বলেন ড. সালেহউদ্দিন।

 বিশ্লেষণ: কেন জরুরি রাজনৈতিক সমঝোতা?
বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাব বাংলাদেশের ব্যাংকিং খাতকে গভীর সংকটে ফেলেছে। এখন প্রয়োজন দৃঢ় নীতিগত সিদ্ধান্ত ও রাজনৈতিক ঐকমত্য, যা দেশের অর্থনৈতিক ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলবে।

ফিলিস্তিন স্বীকৃতি নিয়ে ম্যাকরনকে কটাক্ষ ট্রাম্পের তার সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই’

সুন্দরবনের নদী থেকে আহত কচ্ছপ উদ্ধার চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্টগার্ড

ডোনাল্ড ট্রাম্প : ছবি-সংগৃহীত

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে অবজ্ঞা করে বিদ্রুপ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, “ম্যাকরনের সিদ্ধান্তের কোনো গুরুত্ব নেই।” শুক্রবার (২৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ট্রাম্প বলেন,

“ইমানুয়েল খানিকটা অন্য ধাঁচের মানুষ। তবে সে যা বলুক না কেন, তার কোনো প্রভাব নেই। আমি তাকে পছন্দ করি, ভালো মানুষ সে। তবে তার সিদ্ধান্তে কিছুই বদলাবে না। আমি যুক্তরাষ্ট্রের পক্ষে, ফ্রান্সের না।”

🕊️ হামাস নিয়ে ট্রাম্পের মন্তব্য
হামাস প্রসঙ্গে ট্রাম্প বলেন,

“আমার মনে হয় হামাসের সঙ্গে যা ঘটেছে তা ভয়াবহ। তারা সবাইকে সহযোগিতা করেছে, এখন দেখা যাক কী ঘটে।”

🌍 ফ্রান্স ও যুক্তরাজ্যের অবস্থান ফিলিস্তিন প্রশ্নে
এর একদিন আগে, বৃহস্পতিবার (২৫ জুলাই) ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নেন। এরপর একই দাবিতে যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একটি চিঠি প্রেরণ করেন। চিঠি দেওয়া এসব সাংসদদের মধ্যে অর্ধেকের বেশি লেবার পার্টির সদস্য।

চিঠিতে উল্লেখ করা হয়,

“বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়া জরুরি। এটি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে।”

📌 বিশ্লেষণ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
বিশেষজ্ঞদের মতে, ইউরোপের বড় দুই দেশের এমন অবস্থান মধ্যপ্রাচ্য সংকটে নতুন মাত্রা যোগ করবে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের পাশে অবস্থান বজায় রেখেছে, ইউরোপীয় দেশগুলো ক্রমেই ফিলিস্তিনের পক্ষ নিচ্ছে।

×