| ২৩ জুলাই ২০২৫
শিরোনাম:

স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ বললেন হাসনাত

স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ বললেন হাসনাত

হাসনাত আবদুল্লাহ : ছবি-সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ও হতাহতদের স্বাস্থ্যসেবা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২৩ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির এক পথসভায় হাসনাত বলেন, ‘‘বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ। উনি ‘ভাই-ব্রাদার কোটায়’ আসছেন।’’

তিনি আরও অভিযোগ করেন, ‘‘এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো কার্যক্রম জনগণ দেখেনি। সরকারি বেতন আর গাড়ি ভোগ করলেও দেশের স্বাস্থ্য খাতে তার কোনো অবদান নেই।’’ হাসনাত দাবি করেন, ‘‘স্বাস্থ্য উপদেষ্টা নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান, অথচ দেশের মানুষের জন্য কোনো মানসম্মত ব্যবস্থা করেন না।’’

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে হাসনাত বলেন, ‘‘আমরা কথা বললে বিড়াল বেজার হয়। স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না।’’

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃ’ত্যুহা সপাতালে ভর্তি আরও ৩১৯

স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ বললেন হাসনাত

দেশজুড়ে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বুধবার (২৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া শিশুদের একজন ছেলে (৩) ও একজন মেয়ে (৯)। এছাড়া মৃতদের মধ্যে একজন পুরুষ (৫২) ও একজন নারী (৪০) রয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন, বরিশালে ৮৯, ঢাকার বাইরে বিভাগে ৫৯, চট্টগ্রামে ৩৮, রাজশাহীতে ৩০, ময়মনসিংহে ৯ এবং রংপুরে ৪ জন।

চলতি বছর এ পর্যন্ত দেশে ১৮ হাজার ৩৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৬৯ জন, এর মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের তিন ধাপ অগ্রগতি

স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ বললেন হাসনাত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সদ্য প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের ৯৭তম অবস্থান থেকে উন্নতি পেয়ে এবার ৯৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের পাসপোর্ট।

২০২৪ সালে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এক বছরে এই উন্নতি বাংলাদেশের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে।

তালিকার শীর্ষে এবারও রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর, যাদের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
তৃতীয় অবস্থানে আছে ইউরোপের সাত দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।
অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড। এছাড়া, যুক্তরাজ্য আছে ষষ্ঠ আর যুক্তরাষ্ট্র অবস্থান করছে ১০ম স্থানে।

সিএমএইচে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের খোঁজ নিলেন নৌ উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ বললেন হাসনাত

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার সর্বশেষ অবস্থা খোঁজ নেন।

দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, দগ্ধদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেন তিনি।

এছাড়া, জুলাই মাসে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের অবস্থাও প্রত্যক্ষ করেন উপদেষ্টা। আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

ড. সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স এনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

এ সময় সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

×