৩৫% পাল্টা শুল্ক ইস্যুতে তৃতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চেয়েছে বাংলাদেশ

বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য নির্দিষ্টভাবে আগামী রবিবার (২৭ জুলাই) সময় চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ইউএসটিআর (USTR) এর কাছে চিঠি পাঠিয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্মতি পেলে আলোচনায় অংশ নিতে প্রস্তুত থাকবে। নির্ধারিত দিনে সময় না দিলে, বিকল্প দিনেও আলোচনা হবে।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ইউএসটিআর থেকে চূড়ান্ত বৈঠকের সময় চাওয়া হয়েছে এবং বাংলাদেশ তাদের প্রস্তাবিত চুক্তির খসড়ার আলোকে অবস্থানপত্রও পাঠিয়েছে।
এর আগে ৮ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫% পাল্টা শুল্ক আরোপ করে একাধিক চুক্তির খসড়া পাঠায়। তৃতীয় দফার আলোচনার জন্য ২১ জুলাই বাংলাদেশ প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকলেও ইউএসটিআর কর্মকর্তারা ব্যস্ত থাকায় তা স্থগিত হয়।
এবারের আলোচনায় বাণিজ্য উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ, বাণিজ্য সচিবসহ অতিরিক্ত সদস্য থাকবেন, যাতে দরকষাকষিতে কোনো ঘাটতি না থাকে।