৬ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এটিইও নিয়োগ পরীক্ষা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
ঘোষণা অনুযায়ী, অনলাইনে আবেদন করা বিভাগীয় প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এক ঘণ্টার এই পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের জন্য আসন বিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসি ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ জুন এটিইও পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা হঠাৎ ৩০ জুলাই স্থগিত করা হয়েছিল। পরে ২০২৪ সালে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের পর আবার আবেদন শুরু হয় ১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত। তবে আবেদন সময়সীমা বাড়িয়ে ৮ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৫০০ টাকা।