গোপন নয় হ’তাহতের সংখ্যা নিয়মিত তথ্য দেবে কন্ট্রোল রুম: প্রেস সচিব

শফিকুল আলম : ছবি-সংগৃহীত
বাংলাদেশে কোনো দুর্ঘটনা বা দুর্যোগে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখা একেবারেই অসম্ভব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, ‘সাংবাদিক হিসেবে ২০০২ থেকে ২০২৪ পর্যন্ত দেশের অনেক বড় দুর্ঘটনা ও দুর্যোগ কভার করেছি। অভিজ্ঞতা থেকে নিশ্চিতভাবে বলছি, বাংলাদেশে হতাহতের সংখ্যা লুকিয়ে রাখা প্রায় অসম্ভব। কেউ নিখোঁজ থাকলে স্বজনরা সঙ্গে সঙ্গেই হাসপাতাল বা কর্তৃপক্ষকে জানায় এবং সেখান থেকে খোঁজ পায়।’
তিনি জানান, মাইলস্টোন কলেজ দুর্ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড মিলিয়ে নিখোঁজদের সনাক্ত করা হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে স্কুলে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে নিহত ও আহতদের তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে।
প্রেস সচিব আরও বলেন, ‘উপদেষ্টারা স্কুল কর্তৃপক্ষকে ক্যাম্পাসেই কন্ট্রোল রুম স্থাপন করতে নির্দেশ দিয়েছেন এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও এর কার্যক্রমে যুক্ত থাকবেন। আশা করছি, আজ থেকেই কন্ট্রোল রুম পুরোপুরি কাজ শুরু করবে।’
শফিকুল আলম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালে আহতদের সর্বশেষ অবস্থা নিয়মিত জানাচ্ছে এবং সামরিক বাহিনীও সহায়তা করছে। তার ভাষায়, ‘হতাহতের সংখ্যা কমিয়ে দেখানোর কোনো প্রয়োজন সরকারের নেই।’
মাইলস্টোন ট্রাজেডি নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘গতকাল স্কুলে নয় ঘণ্টা থেকেছি। চাইলে আগে চলে আসা যেত, কিন্তু উপদেষ্টারা বলপ্রয়োগ ছাড়াই শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুত ছিলেন। পরিস্থিতি শান্ত ও শৃঙ্খল হওয়ার পরই আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি।’