জামায়াত আমির শফিকুর রহমানের আহ্বান: ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকুন ফাঁদে পা দেবেন না

ডা. শফিকুর রহমান : ছবি-সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো প্ররোচনার ফাঁদে না পড়ারও অনুরোধ জানান তিনি।
আজ বুধবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘দলীয় সহকর্মীদের অনুরোধ করছি— আমরা যে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেই ধৈর্য অব্যাহত রাখতে হবে। কোনো প্ররোচনায় ফাঁদে পা দেওয়া যাবে না। জাতীয় স্বার্থবিরোধী কোনো শক্তিকে ছাড় দেওয়া হবে না।’
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় এক থাকতে হবে। আমাদের মধ্যে দল-মতের ভিন্নতা থাকতে পারে, তবে ফ্যাসিবাদ ও জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড রুখতে ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি জাতি-ধর্ম নির্বিশেষে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ‘ছাত্র, শ্রমিক ও জনগণের ঐক্য অটুট থাকুক। সবাই মিলে আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের পথ তৈরি করব, ইনশাআল্লাহ।’