| ২৩ জুলাই ২০২৫
শিরোনাম:

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টি কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণের শঙ্কা

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টি কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণের শঙ্কা

সারা দেশে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২৩ জুলাই) সকালে ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৫ জুলাই) থেকে রবিবার (২৭ জুলাই) পর্যন্তও দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নারায়ণগঞ্জে ৩২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃ’ত্যুহা সপাতালে ভর্তি আরও ৩১৯

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টি কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণের শঙ্কা

দেশজুড়ে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ৩১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

বুধবার (২৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া শিশুদের একজন ছেলে (৩) ও একজন মেয়ে (৯)। এছাড়া মৃতদের মধ্যে একজন পুরুষ (৫২) ও একজন নারী (৪০) রয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন, বরিশালে ৮৯, ঢাকার বাইরে বিভাগে ৫৯, চট্টগ্রামে ৩৮, রাজশাহীতে ৩০, ময়মনসিংহে ৯ এবং রংপুরে ৪ জন।

চলতি বছর এ পর্যন্ত দেশে ১৮ হাজার ৩৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৬৯ জন, এর মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩২ জন নারী।

স্বাস্থ্য উপদেষ্টাকে স্বজনপ্রীতির বড় উদাহরণ বললেন হাসনাত

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টি কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণের শঙ্কা

হাসনাত আবদুল্লাহ : ছবি-সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ও হতাহতদের স্বাস্থ্যসেবা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বুধবার (২৩ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ডে এনসিপির এক পথসভায় হাসনাত বলেন, ‘‘বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ। উনি ‘ভাই-ব্রাদার কোটায়’ আসছেন।’’

তিনি আরও অভিযোগ করেন, ‘‘এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো কার্যক্রম জনগণ দেখেনি। সরকারি বেতন আর গাড়ি ভোগ করলেও দেশের স্বাস্থ্য খাতে তার কোনো অবদান নেই।’’ হাসনাত দাবি করেন, ‘‘স্বাস্থ্য উপদেষ্টা নিজে চিকিৎসা করাতে সিঙ্গাপুরে যান, অথচ দেশের মানুষের জন্য কোনো মানসম্মত ব্যবস্থা করেন না।’’

স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে হাসনাত বলেন, ‘‘আমরা কথা বললে বিড়াল বেজার হয়। স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না।’’

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের তিন ধাপ অগ্রগতি

সারা দেশে টানা ৫ দিন বৃষ্টি কোথাও ভারি থেকে অতিভারী বর্ষণের শঙ্কা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সদ্য প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের ৯৭তম অবস্থান থেকে উন্নতি পেয়ে এবার ৯৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের পাসপোর্ট।

২০২৪ সালে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এক বছরে এই উন্নতি বাংলাদেশের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে।

তালিকার শীর্ষে এবারও রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর, যাদের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
তৃতীয় অবস্থানে আছে ইউরোপের সাত দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।
অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড। এছাড়া, যুক্তরাজ্য আছে ষষ্ঠ আর যুক্তরাষ্ট্র অবস্থান করছে ১০ম স্থানে।

×