আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার আহ্বা : ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল : ছবি-সংগৃহীত
বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে সব রাজনৈতিক দল একমত। একইসাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে রাজনৈতিক দলগুলো আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে এসব তথ্য জানান আসিফ নজরুল। বৈঠক শেষে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা সাংবাদিকদের সাথে কথা বললেও বিএনপি ও এনসিপির পক্ষ থেকে কেউ মন্তব্য করতে রাজি হননি।
আইন উপদেষ্টা বলেন, “একজন নেতার অন্য নেতার বিরুদ্ধে সমালোচনা মানেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল আছে—এ ধারণা সঠিক নয়। দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট গোষ্ঠীর সহযোগীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।”
এসময় ঐক্য আরও দৃশ্যমান করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সমন্বিত কর্মসূচি ঘোষণার পরামর্শ দেওয়া হয়।