মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া আ’হত ৩

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২২ জুলাই দুপুর সোয়া দুইটার দিকে উত্তরা দিয়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুড়ি হয় এবং অন্তত তিনজন আহত হন।
বিবিসির সংবাদদাতা মুকিমুল আহসান জানিয়েছেন, সংঘর্ষে অন্তত তিনজনের মাথায় আঘাত লেগেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ১৬৫ জন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও নিখোঁজদের সঠিক তালিকা প্রকাশ, ক্ষতিপূরণ প্রদান এবং সুষ্ঠু তদন্তসহ ছয় দফা দাবিতে সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। এই বিক্ষোভ চলাকালেই পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।