হাঁটুর চোট সারাতে ১৫ দিন নিজের মূত্র পান! বিতর্কে বলিউড অভিনেতা পরেশ রাওয়াল

পরেশ রাওয়াল : ছবি-সংগৃহীত
বলিউডের জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা পরেশ রাওয়াল তার সিনেমার চরিত্রের মতোই বাস্তব জীবনেও নানা কারণে আলোচনায় থাকেন। হাস্যরসাত্মক অভিনয়ের পাশাপাশি বহুবার বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনাম হয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি নিজের এক ‘অদ্ভুত চিকিৎসা পদ্ধতি’ নিয়ে আবারো ভাইরাল হলেন তিনি।
এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, হাঁটুর মারাত্মক চোট সারাতে টানা ১৫ দিন তিনি নিজের মূত্র পান করেছিলেন! এই অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি ট্রোলের মুখে পড়লেও সমালোচকদের কড়া জবাবও দিয়েছেন।
বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে পরেশ বলেন, ‘আমি ওদের প্রস্রাব পান করতে বলিনি, তাই ওরা ক্ষুব্ধ! আমি একাই পান করেছি, সেটা নিয়েই যত সমস্যা।’
প্রসঙ্গত, ‘দ্য লালানটপ’-কে দেয়া এক পুরোনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, রাজকুমার সন্তোষীর ‘ঘাতক’ সিনেমার শুটিং চলাকালে তিনি গুরুতর হাঁটুর চোট পান। তড়িঘড়ি করে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়ে দেন, চোট সারতে অন্তত আড়াই মাস লাগবে।
এ সময় অজয় দেবগনের বাবা তাকে পরামর্শ দেন, দিনের প্রথম প্রস্রাব পান করলে দ্রুত সুস্থ হবেন। শর্ত ছিল— সে রাতে মদ্যপান, ধূমপান বা মাংস খাওয়া যাবে না। শুরুতে গা গুলিয়ে উঠলেও দ্রুত সেরে ওঠার আশায় পরেশ সেই ‘ইউরিন থেরাপি’ মেনে নেন।
টানা ১৫ দিন নিজের মূত্র পান করার পর এক্স-রে রিপোর্ট দেখে চিকিৎসকরাও অবাক! দুই থেকে আড়াই মাসের পরিবর্তে মাত্র দেড় মাসেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন তিনি।
এই ঘটনাটি নতুন করে ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ট্রোল শুরু করে। তবে পরেশ রাওয়াল স্পষ্ট জানিয়ে দেন, মানুষের সমালোচনা নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং তিনি বলেন, ‘মানুষ তিলকে তাল করতে ভালোবাসে, ওদের মজা করতে দিন।’