রংপুরের আবু সাঈদ হ’ত্যা: অভিযোগ গঠনের শুনানি ২৮ জুলাই

রংপুরের আলোচিত আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ২৪ জন আসামিকে পলাতক ঘোষণা করেছে আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) শুনানিকালে ট্রাইব্যুনাল পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন।
এর আগে সকালে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৬ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা হয়।
আদালত পলাতক ২৪ জন আসামিকে দ্রুত গ্রেফতার করতে এবং তাদের আদালতে উপস্থিত করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এই মামলায় মোট ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে চারজন কারাগারে রয়েছেন। তারা হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। এছাড়াও আরও দুইজন অন্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন।