উত্তরায় বিমান বিধ্বস্ত: নি’হতদের প্রতি জাতিসংঘের সমবেদনা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন শোক প্রকাশ করেছে এবং মঙ্গলবার (২২ জুলাই) ঘোষিত রাষ্ট্রীয় শোকে সংহতি প্রকাশের ঘোষণা দিয়েছে।
সোমবার (২১ জুলাই) এক বার্তায় জাতিসংঘের বাংলাদেশ মিশন জানিয়েছে, “উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
বার্তায় আরও বলা হয়েছে, এই মর্মান্তিক পরিস্থিতিতে জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
সরকার মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নিহত ও আহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনও করা হবে।