| ২২ জুলাই ২০২৫
শিরোনাম:

গাজা যু’দ্ধ বন্ধের আহ্বান ২৭ দেশের মানবিক সংকটের গভীরতা নিয়ে তীব্র বার্তা

গাজা যু’দ্ধ বন্ধের আহ্বান ২৭ দেশের মানবিক সংকটের গভীরতা নিয়ে তীব্র বার্তা

গাজায় চলমান যুদ্ধের অবসানের জন্য দুই ডজনেরও বেশি দেশ জোরালোভাবে আহ্বান জানিয়েছে। সোমবার (২১ জুলাই) স্থানীয় সময় এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ ২৭টি দেশ গাজায় মানবিক সংকটকে ‘নতুন গভীরতা’তে পৌঁছেছে বলে উল্লেখ করেছে।

এই বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতির মাধ্যমে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ও জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাক্ষরকারী দেশগুলো জানিয়েছে, বেসামরিক নাগরিকদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে এবং খাবার, পানি ও চিকিৎসা সরঞ্জাম আটকে রাখা অমানবিক।

জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, মে মাসের শেষ থেকে খাদ্য সংগ্রহ করতে গিয়ে অন্তত ৮৭৫ জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের দুই মাসের অবরোধ কিছুটা শিথিল করার পরও খাদ্যের জন্য মানুষের সংগ্রাম থামেনি।

যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ‘ইসরায়েলের সহায়তা বিতরণের পদ্ধতি বিপজ্জনক, অস্থিতিশীলতা বাড়ায় এবং গাজাবাসীকে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী ইসরায়েলকে তার দায়িত্ব পালন করতে হবে।’

আল জাজিরা জানিয়েছে, গাজা যুদ্ধের বিষয়ে ইসরায়েলের মিত্র দেশগুলোর এমন কঠোর বিবৃতি এটিই প্রথম, যা ইউরোপের বাইরেও বিস্তৃত আন্তর্জাতিক ঐক্যমতের ইঙ্গিত দেয়।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, জাপানসহ একাধিক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতিতে স্বাক্ষর করেছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি সংসদে ভাষণ দিয়ে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। পরবর্তী যুদ্ধবিরতিই চূড়ান্ত যুদ্ধবিরতি হতে হবে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় অন্তত ১,১২৯ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়, যাদের মধ্যে এখনও ৫০ জন গাজায় আটক রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তাদের মধ্যে অর্ধেকেরও কম জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫৯,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

উত্তরায় বিমান দুর্ঘটনা আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা থাকবে বিমান বাহিনী প্রধান

গাজা যু’দ্ধ বন্ধের আহ্বান ২৭ দেশের মানবিক সংকটের গভীরতা নিয়ে তীব্র বার্তা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বিমান বাহিনী। আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাহিনীর সহযোগিতা চলবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। কার কাছ থেকে লুকাব? সবাই আমাদের দেশের মানুষ। দুর্ঘটনার সব আপডেট আমরা আইএসপিআরের মাধ্যমে জনগণকে জানিয়ে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “বিমান বাহিনী ইঞ্জিন বা প্রযুক্তি নিয়ে কোনো আপস করে না। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। গুজবে কান না দিয়ে সত্যিকারের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানাই।”

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে পাইলট ও এক শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই স্কুলের শিক্ষার্থী। আহত অবস্থায় অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার শোক রেমিট্যান্সযো’দ্ধা দিবস-এর অনুষ্ঠান স্থগিত করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

গাজা যু’দ্ধ বন্ধের আহ্বান ২৭ দেশের মানবিক সংকটের গভীরতা নিয়ে তীব্র বার্তা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যু ও আহতের ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে আগামী ২৩ জুলাই উদযাপিতব্য ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’-এর অনুষ্ঠান।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে ২৩ জুলাইয়ের ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’ সংক্রান্ত সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, মর্মান্তিক এ দুর্ঘটনার প্রেক্ষিতে সরকার জুলাই মাসের তিন দিনের গণজাগরণ অনুষ্ঠানমালাও স্থগিত করেছে, যার মধ্যে অন্যতম ছিল ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’। দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং বহু আহত অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া আ’হত ৩

গাজা যু’দ্ধ বন্ধের আহ্বান ২৭ দেশের মানবিক সংকটের গভীরতা নিয়ে তীব্র বার্তা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২২ জুলাই দুপুর সোয়া দুইটার দিকে উত্তরা দিয়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুড়ি হয় এবং অন্তত তিনজন আহত হন।

বিবিসির সংবাদদাতা মুকিমুল আহসান জানিয়েছেন, সংঘর্ষে অন্তত তিনজনের মাথায় আঘাত লেগেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ১৬৫ জন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও নিখোঁজদের সঠিক তালিকা প্রকাশ, ক্ষতিপূরণ প্রদান এবং সুষ্ঠু তদন্তসহ ছয় দফা দাবিতে সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। এই বিক্ষোভ চলাকালেই পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

×