| ২২ জুলাই ২০২৫
শিরোনাম:

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নি’হত শিক্ষার্থীদের শ্রদ্ধায় আপিল বিভাগের নীরবতা পালন

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নি’হত শিক্ষার্থীদের শ্রদ্ধায় আপিল বিভাগের নীরবতা পালন

ঢাকা: উত্তরা দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই শিশু শিক্ষার্থী।

দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ (২২ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এত সংখ্যক শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধান বিচারপতি জানান, নিহতদের স্মরণে আজ দুপুর ১টার পর দেশের সর্বোচ্চ আদালতে বিচারকাজ বন্ধ থাকবে।

এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনার কারণে মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এদিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে সরকারি-বেসরকারি ভবন ও দেশের বাইরে বাংলাদেশি মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

আহত ও নিহতদের আত্মার শান্তি কামনায় দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশ দিয়েছে সরকার।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার শোক রেমিট্যান্সযো’দ্ধা দিবস-এর অনুষ্ঠান স্থগিত করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নি’হত শিক্ষার্থীদের শ্রদ্ধায় আপিল বিভাগের নীরবতা পালন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যু ও আহতের ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে আগামী ২৩ জুলাই উদযাপিতব্য ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’-এর অনুষ্ঠান।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে ২৩ জুলাইয়ের ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’ সংক্রান্ত সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, মর্মান্তিক এ দুর্ঘটনার প্রেক্ষিতে সরকার জুলাই মাসের তিন দিনের গণজাগরণ অনুষ্ঠানমালাও স্থগিত করেছে, যার মধ্যে অন্যতম ছিল ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’। দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং বহু আহত অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া আ’হত ৩

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নি’হত শিক্ষার্থীদের শ্রদ্ধায় আপিল বিভাগের নীরবতা পালন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২২ জুলাই দুপুর সোয়া দুইটার দিকে উত্তরা দিয়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুড়ি হয় এবং অন্তত তিনজন আহত হন।

বিবিসির সংবাদদাতা মুকিমুল আহসান জানিয়েছেন, সংঘর্ষে অন্তত তিনজনের মাথায় আঘাত লেগেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ১৬৫ জন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও নিখোঁজদের সঠিক তালিকা প্রকাশ, ক্ষতিপূরণ প্রদান এবং সুষ্ঠু তদন্তসহ ছয় দফা দাবিতে সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। এই বিক্ষোভ চলাকালেই পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের পথে লড়াইয়ের অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নি’হত শিক্ষার্থীদের শ্রদ্ধায় আপিল বিভাগের নীরবতা পালন

ডা. শফিকুর রহমান : ছবি-সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জীবনের শেষ সময় পর্যন্ত দ্বীনের পথে লড়াই চালিয়ে যেতে চাই। রক্তের চাদর গায়ে জড়িয়ে আল্লাহর দরবারে যেতে চাই।’ তিনি আরও বলেন, অতীতে দেশে অনেক শাসন দেখেছেন, কিন্তু সেগুলো ছিল শোষণ, সেবা নয়। তাই সুযোগ পেলে জামায়াত শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করবে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে খুলনা জেলার দাকোপ উপজেলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পথসভায় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমরা চব্বিশ সালে একজন আবু সাঈদকে হারিয়েছি, এবারও আরেকজন আবু সাঈদকে হারালাম। আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের নিজের কাছে নিয়ে যান।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘চব্বিশের গণআন্দোলন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ এবং ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের জন্য আল্লাহর কাছে শহীদ মর্যাদার প্রার্থনা করছি।’

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান শারীরিকভাবে অসুস্থ থাকলেও মঞ্চে দু’বার পড়ে গিয়েও মনোবল হারাননি। চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।’

পথসভা শেষে আমিরে জামায়াত হেলিকপ্টারযোগে নিহত মাওলানা আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি বলেন, ‘আমরা আবু সাঈদের অভাব পূরণ করতে পারব না, তবে সাধ্য অনুযায়ী পরিবারের পাশে থাকব ইনশাআল্লাহ।’

দাকোপের চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জি এম আখতারুজ্জামান এবং পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা মো. অহিদুজ্জামান।
এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

পথসভা শেষে ডা. শফিকুর রহমান পাবনার উদ্দেশ্যে রওনা হন, সেখান থেকে রংপুর ও সুনামগঞ্জ হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তায় জাতীয় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫২) নিহত হন। ওই ঘটনায় গুরুতর আহত হন জামায়াতের কর্মী মো. আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেন।

×