| ২২ জুলাই ২০২৫
শিরোনাম:

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত নি’হত ২৭ অধিকাংশই শিশু শিক্ষার্থী

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত নি’হত ২৭ অধিকাংশই শিশু শিক্ষার্থী

ঢাকা: উত্তরা দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকা ছাড়া বাকি সবাই শিশু শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে আইসিইউতে রয়েছেন ৫ জন এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন, যাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। আহতদের জন্য পর্যাপ্ত রক্তের প্রয়োজন হবে জানিয়ে রক্তদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, মৃত ২৭ জনের মধ্যে ৬ জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। নিহতদের মধ্যে ২ জন বাদে বাকিরা সবাই শিশু শিক্ষার্থী।

গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র শাখার ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার সময় ওই ভবনে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। জানা গেছে, ভবনটিতে প্রায় ১০০ থেকে ১৫০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

হঠাৎ বিকট শব্দে বিমান বিধ্বস্ত হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে অসংখ্য অভিভাবক দ্রুত স্কুল প্রাঙ্গণে ছুটে আসেন।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং প্রায় ১৩ মিনিট আকাশে উড়ে দুর্ঘটনার শিকার হয়।

এ ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সঙ্গে দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উত্তরায় বিমান দুর্ঘটনা আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা থাকবে বিমান বাহিনী প্রধান

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত নি’হত ২৭ অধিকাংশই শিশু শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বিমান বাহিনী। আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাহিনীর সহযোগিতা চলবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। কার কাছ থেকে লুকাব? সবাই আমাদের দেশের মানুষ। দুর্ঘটনার সব আপডেট আমরা আইএসপিআরের মাধ্যমে জনগণকে জানিয়ে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “বিমান বাহিনী ইঞ্জিন বা প্রযুক্তি নিয়ে কোনো আপস করে না। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। গুজবে কান না দিয়ে সত্যিকারের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানাই।”

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে পাইলট ও এক শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই স্কুলের শিক্ষার্থী। আহত অবস্থায় অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার শোক রেমিট্যান্সযো’দ্ধা দিবস-এর অনুষ্ঠান স্থগিত করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত নি’হত ২৭ অধিকাংশই শিশু শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যু ও আহতের ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এই শোকাবহ পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে আগামী ২৩ জুলাই উদযাপিতব্য ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’-এর অনুষ্ঠান।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে ২৩ জুলাইয়ের ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’ সংক্রান্ত সব অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, মর্মান্তিক এ দুর্ঘটনার প্রেক্ষিতে সরকার জুলাই মাসের তিন দিনের গণজাগরণ অনুষ্ঠানমালাও স্থগিত করেছে, যার মধ্যে অন্যতম ছিল ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’। দুর্ঘটনায় এখন পর্যন্ত বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং বহু আহত অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া আ’হত ৩

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত নি’হত ২৭ অধিকাংশই শিশু শিক্ষার্থী

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ২২ জুলাই দুপুর সোয়া দুইটার দিকে উত্তরা দিয়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুড়ি হয় এবং অন্তত তিনজন আহত হন।

বিবিসির সংবাদদাতা মুকিমুল আহসান জানিয়েছেন, সংঘর্ষে অন্তত তিনজনের মাথায় আঘাত লেগেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

আইএসপিআর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন ১৬৫ জন। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, ঢাকা সিএমএইচে ২৮ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১৩ জন, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ২ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও নিখোঁজদের সঠিক তালিকা প্রকাশ, ক্ষতিপূরণ প্রদান এবং সুষ্ঠু তদন্তসহ ছয় দফা দাবিতে সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেয়। এই বিক্ষোভ চলাকালেই পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

×